www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওরা ভগবান

ওরা দেশের জন্য নয়, নিজ স্বার্থে যুদ্ধ করে।
ওরা বীরের মতো নয়, কাপুরুষের ন্যায় মরে।
ওরা সত্যকে গোপন করে, মিথ্যা কথা কয়।
ওরা মিথ্যাকে অস্ত্র বানায়, সত্যকে করে ভয়।
ওরা মানুষকে হত্যা করে পাথরে করে পুজা।
ওরা ধর্মীয় রাজনৈতিক খড়গ ধারি রাজা।
ওরা কুবাক্য প্রয়োগ করে নিজেরে বড় ভাবে।
ওরা ত্রুটি দেখেনা কভু নিজের স্বভাবে।
ওরা হাজার মিথ্যা বলে একটি ভোট পেতে।
ওদের আচরণে প্রমাণ ওরা চিটিং করে জেতে।
মানুষ বাঁচুক কিংবা মরুক ওদের লক্ষ জেতা।
তবু ওরা এক একজন সমাজসেবী নেতা।
তবু ওরাই পাহাড় সম, ওরাই মহান।
ওরা যা ইচ্ছে তাই পারে, ওরা ভগবান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সালু আলমগীর ০৯/০৭/২০১৪
    khub sundor Ekti lekha.
    • সুরজিৎ সী ০৯/০৭/২০১৪
      আমার পাতায় আসার জন্য ধন্যবাদ আপনাকে।
      খুশি হলাম আপনাকে সঙ্গে পেয়ে।
  • সাইদুর রহমান ০৯/০৭/২০১৪
    ওদের ঘুম ভাঙ্গলেই তো হতো।
    কিন্তু কবে ? সুন্দর লিখেছেন।
    শুভেচ্ছা নিবেন।
  • কবি মোঃ ইকবাল ০৮/০৭/২০১৪
    ২য় বার পড়লাম। বেশ ভালো লেগেছে কবি। শুভ কামনা রইলো। শুভ রাত্রি
    • সুরজিৎ সী ০৯/০৭/২০১৪
      ধন্যবাদ কবি বন্ধু।
      খুবই আনন্দিত হলাম আপনার মন্তব্যে।
  • রাধাশ্যাম জানা ০৮/০৭/২০১৪
    Apnar kotha ekebare thik hobe jehetu apni likhe felechen...sobi apnar dharona,kintu sobai soman noy...!valolaglo apnar lekha pore...osadharon kolponay likhechen...valothakben valobasa neben...
  • রামবল্লভ দাস ০৮/০৭/২০১৪
    রাজনৈতিক বাবুদের ঘুম ভাঙ্গানোর মতো বাণী ।
    মুগ্ধ হলাম ।।
 
Quantcast