শুরুতেই শেষ
শীতের শেষে বসন্ত যেই এল,
সাতটি রঙে আকাশ রাঙিয়ে গেল।।
আবির রাঙা একসে বিকেল বেলায়,
নাম না জানা ছোট্টো একটি মেলায়,
দেখে ছিলাম তোমায় প্রথম বারে,
সবুজ ঘাসে মোড়া মাঠের ধারে।
দাঁড়িয়ে ছিলে নুপুর তোমার পায়ে,
স্পর্শে মধুর কোমল ঘাসের গায়ে।
তাকিয়ে ছিলে নীল আকাশের দিকে,
দেখার জন্য ঐ রামধনু টিকে।
লুকিয়ে ছিলে মুখটি তুমি লাজে,
রামধনুর ঐ সাতটি রঙের মাঝে।
খানিক পরে সূর্যাস্ত হল।
রামধনু ও কোথায় হারিয়ে গেল।
সূর্য গেল লাল দিগন্তের দিকে,
সরিয়ে দিয়ে রঙের আড়াল টিকে।
পড়লে ধরা লুকোচুরি খেলায়,
আবির রাঙা ঐ গোধূলি বেলায়।
ধীরে ধীরে ঘনিয়ে এলো রাত্রি,
ফিরল বাড়ি মেলার সকল যাত্রী।
তুমি ও যেন কোথায় হারিয়ে গেলে,
অন্ধকারেতে আমায় একা ফেলে।
সেই আঁধারেই অপেক্ষিত আমি,
আসবে কবে জ্বালবে প্রদীপ তুমি।
সাতটি রঙে আকাশ রাঙিয়ে গেল।।
আবির রাঙা একসে বিকেল বেলায়,
নাম না জানা ছোট্টো একটি মেলায়,
দেখে ছিলাম তোমায় প্রথম বারে,
সবুজ ঘাসে মোড়া মাঠের ধারে।
দাঁড়িয়ে ছিলে নুপুর তোমার পায়ে,
স্পর্শে মধুর কোমল ঘাসের গায়ে।
তাকিয়ে ছিলে নীল আকাশের দিকে,
দেখার জন্য ঐ রামধনু টিকে।
লুকিয়ে ছিলে মুখটি তুমি লাজে,
রামধনুর ঐ সাতটি রঙের মাঝে।
খানিক পরে সূর্যাস্ত হল।
রামধনু ও কোথায় হারিয়ে গেল।
সূর্য গেল লাল দিগন্তের দিকে,
সরিয়ে দিয়ে রঙের আড়াল টিকে।
পড়লে ধরা লুকোচুরি খেলায়,
আবির রাঙা ঐ গোধূলি বেলায়।
ধীরে ধীরে ঘনিয়ে এলো রাত্রি,
ফিরল বাড়ি মেলার সকল যাত্রী।
তুমি ও যেন কোথায় হারিয়ে গেলে,
অন্ধকারেতে আমায় একা ফেলে।
সেই আঁধারেই অপেক্ষিত আমি,
আসবে কবে জ্বালবে প্রদীপ তুমি।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১৯/০৫/২০১৪ভালো লাগলো।
-
এস,বি, (পিটুল) ১৭/০৫/২০১৪bujhlam na kobita ta.