শয়তান
পুরোহিত সেজে আজ পুজো করে শয়তান।
দেবতার আসনেতে রঙ মাখা ভগবান।
পেতে চায় পুরোহিত হাতে নিয়ে ঘণ্টা।
রঙ মেখে সং সাজা দেবতার মনটা।
হাতে তরবারি, মুখে শয়তানী মন্ত্র।
বলির স্বীকার আজ সোজা গনতন্ত্র।
সাধারণ জনগণ মুখ বুজে সয়ে যায়।
উপায় কিছুই নেই তার বড় অসহায়।
মানুষই মুখোশ পরে দেবতা সাজিতে চায়।
মানুষকে লুটে নিয়ে করে আরো অসহায়।
মানুষের বিশ্বাস তবু ঐ ভগবান।
মুখোশের আড়ালে ওটা এক শয়তান।
দেবতার আসনেতে রঙ মাখা ভগবান।
পেতে চায় পুরোহিত হাতে নিয়ে ঘণ্টা।
রঙ মেখে সং সাজা দেবতার মনটা।
হাতে তরবারি, মুখে শয়তানী মন্ত্র।
বলির স্বীকার আজ সোজা গনতন্ত্র।
সাধারণ জনগণ মুখ বুজে সয়ে যায়।
উপায় কিছুই নেই তার বড় অসহায়।
মানুষই মুখোশ পরে দেবতা সাজিতে চায়।
মানুষকে লুটে নিয়ে করে আরো অসহায়।
মানুষের বিশ্বাস তবু ঐ ভগবান।
মুখোশের আড়ালে ওটা এক শয়তান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ০৯/০৮/২০১৪darun !
-
রফছান খাঁন ০৭/০৮/২০১৪সুন্দর
-
রামবল্লভ দাস ০৭/০৮/২০১৪অসাধারণ লাগলো ।
-
ইমন শরীফ ০৭/০৮/২০১৪কবিতায় ভন্ডের মুখোশ উন্মোচিত,ধন্যবাদ কবি।