ভয় হয়
বড় হয়ে ভুলে যায়, ছোটো তে যা শেখে।
তাই বড় হতে ভয় করে, বড়দের দেখে।
মানুষ ছোটো বেলায় যে শিক্ষা অর্জন করে বড় হলে তা ভুলে যায়। 99 শতাংশ মানুষ শিক্ষিত মূর্খের মতো জীবন যাপন করতে বেশি পছন্দ করে, 1 শতাংশ মানুষই সত্য শিক্ষার কঠিন পথে যাত্রা করে।
ছোটো বেলায় শেখে " অসহায়কে সাহায্য করা উচিত" আর বড় হয়ে মানুষকে অসহায় হতে সাহায্য করে।
ছোটো বেলায় শেখে " মিথ্যা কথা বলা মহাপাপ" আর বড় হয়ে নিজে তো মিথ্যা বলে, তার সাথে অন্যকে বলতে বাধ্য করে।
ছোটো বেলায় শেখে " ভালোবাসা পরম ধর্ম" আর বড় হয়ে পরের ভালোবাসায় ছেদ করে।
সিনেমায় প্রেমিক-প্রেমিকা প্রেমে সফল হলে কি না আনন্দ লাগে। কিন্তু পরিবারের ছেলে বা মেয়ে প্রেম করলে সম্মানে আঘাত হানে, খুব কষ্ট লাগে।
মাঝে মাঝে ভয় হয়, বড় হয়ে আমি ও যদি এমনি অমানুষ হয়ে যাই।
তাই বড় হতে ভয় করে, বড়দের দেখে।
মানুষ ছোটো বেলায় যে শিক্ষা অর্জন করে বড় হলে তা ভুলে যায়। 99 শতাংশ মানুষ শিক্ষিত মূর্খের মতো জীবন যাপন করতে বেশি পছন্দ করে, 1 শতাংশ মানুষই সত্য শিক্ষার কঠিন পথে যাত্রা করে।
ছোটো বেলায় শেখে " অসহায়কে সাহায্য করা উচিত" আর বড় হয়ে মানুষকে অসহায় হতে সাহায্য করে।
ছোটো বেলায় শেখে " মিথ্যা কথা বলা মহাপাপ" আর বড় হয়ে নিজে তো মিথ্যা বলে, তার সাথে অন্যকে বলতে বাধ্য করে।
ছোটো বেলায় শেখে " ভালোবাসা পরম ধর্ম" আর বড় হয়ে পরের ভালোবাসায় ছেদ করে।
সিনেমায় প্রেমিক-প্রেমিকা প্রেমে সফল হলে কি না আনন্দ লাগে। কিন্তু পরিবারের ছেলে বা মেয়ে প্রেম করলে সম্মানে আঘাত হানে, খুব কষ্ট লাগে।
মাঝে মাঝে ভয় হয়, বড় হয়ে আমি ও যদি এমনি অমানুষ হয়ে যাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ০৮/০৬/২০১৪বেশ ভালো একটি কবিতা পাঠ করলাম । সকাল টা ভালোয় কাটলো ।
-
Mahfuza Sultana ০১/০৬/২০১৪সেরা!!!
-
এস,বি, (পিটুল) ২৬/০৫/২০১৪ভালো লাগলো লেখাটি
-
কবি মোঃ ইকবাল ২৬/০৫/২০১৪একটি অসাধারন লিখা পড়লাম।
ভালো থাকবেন নিরবধি। -
সফিউল্লাহ আনসারী ২৬/০৫/২০১৪ছোটো বেলায় শেখে " মিথ্যা কথা বলা মহাপাপ" আর বড়
হয়ে নিজে তো মিথ্যা বলে, তার সাথে অন্যকে বলতে বাধ্য করে।
ছোটো বেলায় শেখে " ভালোবাসা পরম ধর্ম" আর বড় হয়ে পরের
ভালোবাসায় ছেদ করে।
সিনেমায় প্রেমিক-প্রেমিকা প্রেমে সফল হলে কি না আনন্দ লাগে। কিন্তু
পরিবারের ছেলে বা মেয়ে প্রেম করলে সম্মানে আঘাত হানে, খুব কষ্ট
লাগে।
মাঝে মাঝে ভয় হয়, বড় হয়ে আমি ও যদি এমনি অমানুষ হয়ে যাই।
ভালো লেগেছে! -
রুমা চৌধুরী ২৬/০৫/২০১৪খুব সত্যি কথা। আমরা বড় হলে আমাদের চিন্তা ভাব্নাগুলো কেমন পালটিয়ে যায়। জীবনবোধ হারিয়ে যায়।
শুভেচ্ছা রইল। -
তাইবুল ইসলাম ২৬/০৫/২০১৪সত্যিই এ বাস্তব কথা