www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওরা ধার্মিক

ওরা ধার্মিক! তাই ঢাক ঢোল নিয়ে হৈহৈ রবে কীর্তন করে।
ওরা ধার্মিক! তাই দিনে পাঁচবার মাইক বাজিয়ে নমাজ পড়ে।
ওরা ধার্মিক! তাই ঈশ্বরের কাছে পাঁঠা বলি করে।
ওরা ধার্মিক! তাই আল্লাহর নামে গরু বলি করে।
ওরা ধার্মিক! তাই হিন্দু হয়ে মসজিদ ভাঙে।
ওরা ধার্মিক! তাই মুসলিম হয়ে মন্দির ভাঙে।
ওরা ধার্মিক! তাই প্রসাদ হিসেবে গাঁজা ভাং পান করে।
ওরা ধার্মিক! তাই যৌন খিদায় যত খুশি বিয়ে করে।
ওরা ধার্মিক! ওরা মানুষ নয়! ওরা যা করে তা ধর্ম কর্ম!
আমার মনে প্রশ্ন জাগে, ওরা কি বোঝে ধর্মের মর্ম,,,,?
স্বার্থ লোভে ভণ্ড ধর্ম আমি করতে চাইনি।
লোকে আমায় নাস্তিক বলে, ধার্মিক উপাধি পাইনি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবিতায় উল্লেখিত চরিত্রগুলো চমৎকার তুলে এনেছেন কবি
    কিন্তু ওরা ধার্মিক বললে এটা ভাল-মন্দ সবার গায়ে লাগে
    ভেবে দেখবেন।
  • সাইদুর রহমান ১২/১১/২০১৪
    বেশ ভালোই লাগলো।
    শুভেচ্ছা নিবেন কবি।
  • রক্তিম ০১/১১/২০১৪
    ধার্মিক উপাধি দরকার নেই। কবি যা সত্যি তা প্রকাশ হবে সূর্যের আলোর মতো, তবু আমাদের কলম ধরতেই হ্য়। ভালো লাগল।
  • আবু সাহেদ সরকার ২৯/১০/২০১৪
    সত্যিই দারুন একটি প্রকাশ। সমাজে এ ধরনের ভন্ড ধার্মিক এখনো রয়েছে।
  • শিমুদা ২৯/১০/২০১৪
    বেশ প্রতিবাদী কিছু অসামাজিক বক ধার্মিকদের প্রতি ভাল লাগল কবি।
    ধর্ম নিয়ে বেশি কথা বলতে চাইনে তবু ধর্ম তো ত্যাগ করতে পারিনে। তাই বলতেই হবে সত্যপ্রকাশের কথা।
  • পিয়ালী দত্ত ২৮/১০/২০১৪
    দারুন
  • মোহাম্মদ তারেক ২৮/১০/২০১৪
    ধর্ম নিয়ে আপনার অন্ধতা থাকতে পারে,, সুচিন্তা নিয়ে সুগভীরে পৌছে যান, আলো দেখতে পাবেন। পৃথিবীর হাজারো কোটি লোক ধর্মের ছায়াতলে বাস করে, বুকে লালন করে, যৎসামান্য নাস্তিক। অধিক অংশ মানুষই তো আর মূর্খ নয়।
  • ধর্মের মধ্যে শ্রেষ্ঠ মানবতা বিদ্যমান। কিছু ধর্মের অপব্যবহারকারীর কারণে ধর্মকে প্রশ্ন বিদ্ধ করা যায় না।
    • সুরজিৎ সী ২৮/১০/২০১৪
      কবিতাটির অর্থ বুঝতে ভুল করেছেন কবি।
      আবারো বুঝে পড়ার অনুরোধ করছি,,,,
  • অনিরুদ্ধ বুলবুল ২৮/১০/২০১৪
    মানবতার জয় হোক।
    ধর্ম খুব সংবেদনশীল ইস্যূ, এ নিয়ে বেশী নাড়াচাড়া না করাই ভাল।
 
Quantcast