শীতের সকাল
ব্যাঙ্গালোরে শীতের সকাল এমনিতে খুব মিষ্টি,
দীপাবলির বোনাস হিসেবে আকাশ দিল বৃষ্টি!
মিষ্টি সকাল দুষ্টু হল বৃষ্টির জল লেগে।
আরো দুষ্টু হলাম আমি, শুয়েই আছি জেগে!
মাথার উপর টিনের চালে রুম ঝুমঝুম বৃষ্টি ঝরে।
লেপের ভিতর মনটা, তবু তোমার কথা মনে পড়ে।
দীপাবলির বোনাস হিসেবে আকাশ দিল বৃষ্টি!
মিষ্টি সকাল দুষ্টু হল বৃষ্টির জল লেগে।
আরো দুষ্টু হলাম আমি, শুয়েই আছি জেগে!
মাথার উপর টিনের চালে রুম ঝুমঝুম বৃষ্টি ঝরে।
লেপের ভিতর মনটা, তবু তোমার কথা মনে পড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২৬/১০/২০১৪বেশ ভালো ...
-
মনিরুজ্জামান শুভ্র ২৬/১০/২০১৪ভাল লাগলো অনেক ।
-
বেনামী পত্তনদার ২৬/১০/২০১৪আমার যশোরের দিনগুলোর কথা মনে পরে গেলো, ধন্যবাদ কবি
-
মোহাম্মদ তারেক ২৬/১০/২০১৪"লেপের ভিতর মনটা".....দেহটাকেও লুকিয়ে ফেলুন লেপের ভিতর। সহজবোধ্য প্রাঞ্জল ভাষায় লিখিত কবিতাটি ভাল লাগল।
-
কৌশিক আজাদ প্রণয় ২৬/১০/২০১৪সহজ সাবলীল বোধ অসাধারণ ছন্দে আবৃত করে নান্দনিক একটা কবিতা সৃষ্টি করলেন কবি।
-
মুহা, লুকমান রাকীব ২৬/১০/২০১৪প্রিয় কবি এতো গড়মেও লেপের কথা শুনে প্রাণটা কাঁপতে লাগল। বেশ ভাল হল।