www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রক্ত চাই রক্ত

রক্তাক্ত সমাজ!
বয়ে চলেছে "রক্ত গঙ্গা"!
কোথাও পা ফেলার যায়গা নেই!
ছড়িয়ে আছে চারিদিকে মানুষের জীবন্ত লাশ!
তারই উপর পা দিয়ে স্বর্গের উদ্দেশ্য যাত্রা করে শয়তানের বাচ্চা!
ক্ষুধার্ত মানুষের বুক চিরে কলিজা বের করেও সন্তুষ্ট থাকে না ঈশ্বর!

""রক্ত চাই,,!
লাল টকটকে টাটকা রক্ত!
মানুষের রক্ত!
না পেলে- ধরে আনো গরু, ছাগল, মোষ,,,,,,
এক কোপে মুণ্ডটা আলাদা করে দাও ধড় থেকে!
দাও আমাকে টাটকা রক্ত!
আমি ঈশ্বর! আমি রক্ত চাই,,,,,
আমি আল্লাহ! আমি রক্ত চাই,,,,,
আমি গড! আমি কোন বাকি থাকব আমিও চাই,,,,,
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিজয় রায় ২৭/১০/২০১৪
    ভাল
  • পাশবিকতার জয়জয়কার! ক্রুদ্ধতার আড়ালে দারুন ভাবে প্রতিবাদ প্রতিষ্ঠা পেয়েছে কবিতাটিতে। প্রতিটি শ্রেণীর মানুষই আজ প্রতিনিয়ত পাশবিকতার কাছে নতজানু হচ্ছে। প্রথাকে অনায়াসে মেনে নিয়ে চর্চিত হচ্ছে কুৎসিত অসভ্যতা। নৈরাজ্যময় সমাজে চলছে হরণের মহোৎসব। দারুণ লিখেছেন কবিতাটি।
    • সুরজিৎ সী ২৬/১০/২০১৪
      এই ভাবে লিখে প্রতিবাদ জানাই বন্ধু, কিন্তু ইচ্ছে করে এই সব চিরাচরিত হত্যাকাণ্ড ও হত্যাকারীদের এক নিমিষেই উধাও হয়ে করে দিই!
      আমি সেই দিকে আমি বড় অসহায়!

      যাই হোক লেখাটা পড়ে বোঝার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
  • valoy likhcho.. ay lekhata ki amader bortoman somaj k niye likhcho?
    • সুরজিৎ সী ২৬/১০/২০১৪
      আমার লেখাটা পড়ে বোঝার জন্য কৃতজ্ঞ থাকবো।
    • সুরজিৎ সী ২৬/১০/২০১৪
      ঈদের গরু বলি! ও দীপাবলির পাঁঠা বলির বিভৎস চিত্র নিজের চোখে দেখেছি, এবং অত্যন্ত মর্মাহত ও ক্রুদ্ধ হয়ে এই কথাগুলো মনে চলে এল, এবং লিখে ফেললাম।
  • এই লেখার অর্থ কি?
 
Quantcast