রক্ত চাই রক্ত
রক্তাক্ত সমাজ!
বয়ে চলেছে "রক্ত গঙ্গা"!
কোথাও পা ফেলার যায়গা নেই!
ছড়িয়ে আছে চারিদিকে মানুষের জীবন্ত লাশ!
তারই উপর পা দিয়ে স্বর্গের উদ্দেশ্য যাত্রা করে শয়তানের বাচ্চা!
ক্ষুধার্ত মানুষের বুক চিরে কলিজা বের করেও সন্তুষ্ট থাকে না ঈশ্বর!
""রক্ত চাই,,!
লাল টকটকে টাটকা রক্ত!
মানুষের রক্ত!
না পেলে- ধরে আনো গরু, ছাগল, মোষ,,,,,,
এক কোপে মুণ্ডটা আলাদা করে দাও ধড় থেকে!
দাও আমাকে টাটকা রক্ত!
আমি ঈশ্বর! আমি রক্ত চাই,,,,,
আমি আল্লাহ! আমি রক্ত চাই,,,,,
আমি গড! আমি কোন বাকি থাকব আমিও চাই,,,,,
বয়ে চলেছে "রক্ত গঙ্গা"!
কোথাও পা ফেলার যায়গা নেই!
ছড়িয়ে আছে চারিদিকে মানুষের জীবন্ত লাশ!
তারই উপর পা দিয়ে স্বর্গের উদ্দেশ্য যাত্রা করে শয়তানের বাচ্চা!
ক্ষুধার্ত মানুষের বুক চিরে কলিজা বের করেও সন্তুষ্ট থাকে না ঈশ্বর!
""রক্ত চাই,,!
লাল টকটকে টাটকা রক্ত!
মানুষের রক্ত!
না পেলে- ধরে আনো গরু, ছাগল, মোষ,,,,,,
এক কোপে মুণ্ডটা আলাদা করে দাও ধড় থেকে!
দাও আমাকে টাটকা রক্ত!
আমি ঈশ্বর! আমি রক্ত চাই,,,,,
আমি আল্লাহ! আমি রক্ত চাই,,,,,
আমি গড! আমি কোন বাকি থাকব আমিও চাই,,,,,
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিজয় রায় ২৭/১০/২০১৪ভাল
-
কৌশিক আজাদ প্রণয় ২৬/১০/২০১৪পাশবিকতার জয়জয়কার! ক্রুদ্ধতার আড়ালে দারুন ভাবে প্রতিবাদ প্রতিষ্ঠা পেয়েছে কবিতাটিতে। প্রতিটি শ্রেণীর মানুষই আজ প্রতিনিয়ত পাশবিকতার কাছে নতজানু হচ্ছে। প্রথাকে অনায়াসে মেনে নিয়ে চর্চিত হচ্ছে কুৎসিত অসভ্যতা। নৈরাজ্যময় সমাজে চলছে হরণের মহোৎসব। দারুণ লিখেছেন কবিতাটি।
-
মেহেদী হাসান (নয়ন) ২৬/১০/২০১৪valoy likhcho.. ay lekhata ki amader bortoman somaj k niye likhcho?
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৬/১০/২০১৪এই লেখার অর্থ কি?