স্বাধীনতা
স্বাধীনতা কি খাবার জিনিস, হাউমাউ করে খাওয়া যায়।
নাকি সেটা কোনো বাদ্য যন্ত্র বাজিয়ে মজা পাওয়া যায়।
স্বাধীনতা কোনো গাছে ফোটা ফুল, টুক করে তুলে নিলে হয়।
নাকি সেটা কোনো বিষাক্ত সাপ, হাত দিতে গেলে লাগে ভয়।
স্বাধীনতা কোনো রেশমি পোষাক, সারাদিন পরে থাকা যায়।
নাকি সেটা কোনো শুঁয়োপোকা যা গায়ে লাগলেই চুলকায়।
স্বাধীন হয়েছে ভারতবর্ষ তিন কুড়ি সাল হল।
তবু পরাধীন ভারতবাসী পরাধীন'ই থেকে গেল।
কত না যুদ্ধ কত মারামারি কত প্রাণ হল নষ্ট।
ক্ষুদিরাম আর নেতাজি সুভাষ বৃথাই করেছে কষ্ট।
পিতা পরাধীন পুত্রের কাছে, সেও পরাধীন আরো কারে কাছে।
প্রকৃত অর্থে ভারতবাসী, পরাধীন ছিল পরাধীন আছে।
"স্বাধীনতা" শুধু শুনেই এসেছি, দু'চোখে দেখিনি কভু ।
জীবনে কাউকে স্বাধীন দেখিনি, দেশটা স্বাধীন তবু।
[1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ বৃটিশ সরকার থেকে স্বাধীনতা লাভ করে, এই কারণে প্রতি বছর 15 আগস্ট দিনটি ভারতবাসীরা "স্বাধীনতা দিবস" হিসেবে পালন করে।]
(সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।)
নাকি সেটা কোনো বাদ্য যন্ত্র বাজিয়ে মজা পাওয়া যায়।
স্বাধীনতা কোনো গাছে ফোটা ফুল, টুক করে তুলে নিলে হয়।
নাকি সেটা কোনো বিষাক্ত সাপ, হাত দিতে গেলে লাগে ভয়।
স্বাধীনতা কোনো রেশমি পোষাক, সারাদিন পরে থাকা যায়।
নাকি সেটা কোনো শুঁয়োপোকা যা গায়ে লাগলেই চুলকায়।
স্বাধীন হয়েছে ভারতবর্ষ তিন কুড়ি সাল হল।
তবু পরাধীন ভারতবাসী পরাধীন'ই থেকে গেল।
কত না যুদ্ধ কত মারামারি কত প্রাণ হল নষ্ট।
ক্ষুদিরাম আর নেতাজি সুভাষ বৃথাই করেছে কষ্ট।
পিতা পরাধীন পুত্রের কাছে, সেও পরাধীন আরো কারে কাছে।
প্রকৃত অর্থে ভারতবাসী, পরাধীন ছিল পরাধীন আছে।
"স্বাধীনতা" শুধু শুনেই এসেছি, দু'চোখে দেখিনি কভু ।
জীবনে কাউকে স্বাধীন দেখিনি, দেশটা স্বাধীন তবু।
[1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ বৃটিশ সরকার থেকে স্বাধীনতা লাভ করে, এই কারণে প্রতি বছর 15 আগস্ট দিনটি ভারতবাসীরা "স্বাধীনতা দিবস" হিসেবে পালন করে।]
(সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইমন শরীফ ১৫/০৮/২০১৪খাওয়ার সাথে হাউমাউ শব্দটা আমার কাছে কেমন কেমন লাগছে। একটু দেখে নিলে ভাল হয়।
-
পিয়ালী দত্ত ১৪/০৮/২০১৪দারুন লাগল...
-
ইসমাইল জসীম ১৪/০৮/২০১৪খাওয়ার জিনিসতো হাউমাউ করে খাওয়া যায় না। গাপুস গুপুস খেতে পারে। আপনাকে জানাই আপনাদের স্বাধীনতার শুভেচ্ছা। কিনতু আজ আমাদের শোকের দিন। আজ আমাদের জাতির জনকের শাহাদাৎ দিবস। জাতীয় শোক দিবস।
-
মঞ্জুর হোসেন মৃদুল ১৪/০৮/২০১৪বাহ অসাধারন।
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ১৪/০৮/২০১৪valo laglo kobi
-
আসোয়াদ লোদি ১৪/০৮/২০১৪স্বাধীনতা নিয়ে কবির আক্ষেপের অন্ত দেখি না । খুব সুন্দর লেখনি ।
-
রামবল্লভ দাস ১৪/০৮/২০১৪বাহ্ ! দারুন হয়েছে ।।