সোনার তরী
আমি জানি 'সোনার তরী' আমার নয়।
তবু তাকে কাছে পেতে বড় সাধ হয়।
পাগল আমি, তাইতো এমন ভাবনা আমি ভাবি।
হায় ভোলা মন 'সোনার তরী' কেমন করে পাবি।
'সোনার তরী' ভেবেই আমি কাঠের ভোলায় খুশি।
দুঃখ সাগরে পাড়ি দিয়ে মনেতে সুখ পুষি।
'সোনার তরী' খানি তোমার জন্য গড়া।
বেমানান 'সোনার তরী' বন্ধু তুমি ছাড়া।
তবু তাকে কাছে পেতে বড় সাধ হয়।
পাগল আমি, তাইতো এমন ভাবনা আমি ভাবি।
হায় ভোলা মন 'সোনার তরী' কেমন করে পাবি।
'সোনার তরী' ভেবেই আমি কাঠের ভোলায় খুশি।
দুঃখ সাগরে পাড়ি দিয়ে মনেতে সুখ পুষি।
'সোনার তরী' খানি তোমার জন্য গড়া।
বেমানান 'সোনার তরী' বন্ধু তুমি ছাড়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রসেনজিৎ রায় ০৪/০৮/২০১৪চমৎকার ভাবনার সুন্দর প্রকাশ। খুব ভালোলেগেছে।
-
আবু সাহেদ সরকার ০৩/০৮/২০১৪সুন্দর ভাবনার প্রকাশ কবি বন্ধু।
-
আবু আফজাল মোহাঃ সালেহ ০৩/০৮/২০১৪অনেক ভাল লাগলো।