একটি মানুষ
একটি মানুষ জন্ম হলো দীন দুঃখীনির কুঁড়ে ঘরে।
একটি মানুষ জন্ম হলো সোনার চামচ মুখে পুরে।
একটি মানুষ সড়ক পরে দুহাত পেতে ভিক্ষা করে।
একটি মানুষ পয়সা উড়ায় নর্তকীদের জলসা ঘরে।
একটি মানুষ নিদ্রা হারা দুঃস্বপ্নে রাত্রি কেটে।
একটি মানুষ রাত্রি কাটায় সোনার বালিশ রুপোর খাটে।
একটি মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করে যাচ্ছে মরে।
একটি মানুষ ভরা পেটে খাদ্য ছুঁড়ে যুদ্ধ করে।
একটি মানুষ ধন্য হল বৃদ্ধা মাকে সঙ্গে পেয়ে।
একটি মানুষ খুব সুখী হয় বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিয়ে।
একটি মানুষ শেষ বয়সে ছেলের হাতে আদর খাবে।
একটি মানুষ শেষ বয়সে বৃদ্ধাশ্রম যাবেই যাবে।
একটি মানুষ জন্ম হলো সোনার চামচ মুখে পুরে।
একটি মানুষ সড়ক পরে দুহাত পেতে ভিক্ষা করে।
একটি মানুষ পয়সা উড়ায় নর্তকীদের জলসা ঘরে।
একটি মানুষ নিদ্রা হারা দুঃস্বপ্নে রাত্রি কেটে।
একটি মানুষ রাত্রি কাটায় সোনার বালিশ রুপোর খাটে।
একটি মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করে যাচ্ছে মরে।
একটি মানুষ ভরা পেটে খাদ্য ছুঁড়ে যুদ্ধ করে।
একটি মানুষ ধন্য হল বৃদ্ধা মাকে সঙ্গে পেয়ে।
একটি মানুষ খুব সুখী হয় বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিয়ে।
একটি মানুষ শেষ বয়সে ছেলের হাতে আদর খাবে।
একটি মানুষ শেষ বয়সে বৃদ্ধাশ্রম যাবেই যাবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ৩০/০৭/২০১৪খুব ভালো লাগলো ।
-
পিয়ালী দত্ত ২৯/০৭/২০১৪খুব ভাল।।
-
সাইদুর রহমান ২৮/০৭/২০১৪৩য় বার পড়লাম।
ভালো সুন্দর কবিতা।
ঈদ মোবারক। -
ভোরের পাখি ২৮/০৭/২০১৪সুন্দর।