বৃষ্টির মজা
হঠাৎ করে মেঘ ঘনাল বৃষ্টি হলো শুরু।
কালো মেঘের গর্জনেতে বুকটা দুরুদুরু।
হাতছানি তে বৃষ্টি ডাকে আয় বন্ধু আয়।
শরীর যদিও বারণ করে মনটা ছুটে যায়।
মন ভিজলে থাণ্ডা লেগে হয় না সর্দি কাশি।
মনটা সদাই সতেজ থাকে হয়না কভু বাসি।
বেশ করে আজ ভিজিয়ে নিলাম শরীর এবং মনটা।
পড়লো মনে তোমার কথা বাজল প্রেমের ঘন্টা।
কালো মেঘের গর্জনেতে বুকটা দুরুদুরু।
হাতছানি তে বৃষ্টি ডাকে আয় বন্ধু আয়।
শরীর যদিও বারণ করে মনটা ছুটে যায়।
মন ভিজলে থাণ্ডা লেগে হয় না সর্দি কাশি।
মনটা সদাই সতেজ থাকে হয়না কভু বাসি।
বেশ করে আজ ভিজিয়ে নিলাম শরীর এবং মনটা।
পড়লো মনে তোমার কথা বাজল প্রেমের ঘন্টা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু ছায়েম ২৮/০৭/২০১৪খুব ভালো হয়েছে
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৭/০৭/২০১৪চমৎকার ভাবনা।