www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমিই সর্বশক্তিমান

[ আমার এই সমস্ত লেখনী গুলো আপনাকে অবশ্যই আনন্দ দিতে পারে।
কোনো প্রকার ধর্ম কিংবা জাতিস্মর কে লক্ষ করে এটি লেখা হয়নি, কৌতুক মাত্রই এসব হয়। দযা করে কৌতুক পাঠের মানসিকতা নিয়ে লেখাটি শুরু থাকে শেষ পর্যন্ত পাঠ করিলে খুশি হব। ]

আমিই সেই অদৃশ্যমান শক্তি ভান্ডার।
আমিই সব কিছুর কেন্দ্র, সবকিছুর উৎস।
আমি যা বলছি তা মন দিয়ে শোনো............

ভুল বসত যদি কখনো কোনো বিশেষ কিছু আবিষ্কার করিয়া ফেল, তার মূলে রয়েছি আমি,
কিন্তু ভুল বসত যদি কোনো জীব হত্যা করিয়া ফেল, তার মূলে রয়েছ তুমি।

তোমার যত ভালো কর্ম সব আমার দ্বারাই পরিচালিত।
কিন্তু তোমার মন্দ কর্ম গুলো সব তোমার নিজের দ্বারা পরিচালিত।

শুধু আমার উপর বিশ্বাস কর, ভরসা কর,
আমকে বিশ্বাস করে তুমি নদীতে ঝাঁপ দিয়ে দাও, আমি ডাইরেক্ট তোমাকে আমার নিকটে অর্থাৎ স্বর্গে স্থান দেব।

কোনো প্রকার ইন্টারভিউ দিতে হইবে না।

শুধু নদীতে ঝাঁপ দেওয়ার পুর্বে আমার _ॐ_ মন্দির নামক placement office এ দান স্বরুপ সবচেয়ে কম হলে 10'000 টাকা জমা করে এসো।

স্বর্গে একটি 5★ হোটেলে তোমার চাকরী সুনিশ্চিত।

[ বিশেষ দ্রষ্টব্য:- পায়ে হেঁটে স্বর্গে যাওয়ার টিকিট অল্প মূল্যে বিক্রি হচ্ছে। টিকিট সংখ্যা সীমিত। Online বুকিং করতে ভিজিট করুন- http://www.onlylove.in/ ]
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৯০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ২৩/০৭/২০১৪
    হা হা হা!!!!!!
    • সুরজিৎ সী ২৪/০৭/২০১৪
      হাসাতে পেরে খুবই খুশি হলাম বন্ধু।
  • সাইদুর রহমান ২৩/০৭/২০১৪
    বেশ আচ্ছা কৌতুক তো।
    ভালো লাগলো।
  • আবু সাহেদ সরকার ২৩/০৭/২০১৪
    সুন্দরের প্রকাশ লেখাটি। দারুন।
 
Quantcast