সাবধান হও
ওহে ধর্ম বলে বলীয়ান ভণ্ড সাধুগন,
আমি যা বলছি তা শোনা দিয়া মন।
সেই দিন আর বেশী দূরে নয়........
ঐ দূরে, বহু দূরে একবার চেয়ে দেখ,
এক দল প্রকৃত মানুষ,
জ্ঞানের প্রদীপ জ্বেলে এক পা এক পা করে
কেমন এগিয়ে আসছে তোমাদের দিকে।
উত্তর চাইতে.................
তাকিয়ে দেখো একবার,
পশ্চিমের এই লাল দিগন্তের দিকে,
অস্তগামী সূর্যও কেমন
অট্টহাসি দিচ্ছে তোমাদের দেখে।
আর বলে যাচ্ছে,
ওহে ধর্ম বলে বলীয়ান ভণ্ড সাধুগন,
এই অসহায় মানুষ গুলোকে কেন.......
এতদিন আমাকে জোর করে,
পৃথিবীর চারিদিকে ঘুরিয়ে ও
তোমাদের সাধ মেটেনি ?
কী উত্তর দেবে তোমরা,
ঐ অসহায় মানুষ গুলোর কাছে ?
তোমাদের বেঁধে রাখা দড়ি ওরা ছিঁড়ে ফেলেছে।
তোমাদের রক্ত চক্ষু দেখিয়ে ধমক.......
ওরা আর ভয় করে না।
ফুরিয়ে এলো তোমাদের রাজত্ব।
তোমাদের তৈরি ঐ অন্ধকার জগতে
একবার তাকিয়ে দেখো।
কেমন বিন্দু বিন্দু আলোক কণা ফুটে উঠেছে।
সাবধান হও!
ওহে ধর্ম বলে বলীয়ান ভণ্ড সাধুগন,
সাধারণ মানুষ সচেতন হয়েছে।
সাবধান হও!
ওহে ধর্ম বলে বলীয়ান ভণ্ড সাধুগন,
তোমাদের সময়কাল শেষের মুখে।
প্রস্তুত হও,
ওহে ধর্ম বলে বলীয়ান ভণ্ড সাধুগন,
একটি ভয়ঙ্কর আন্দোলনের ডাক এসেছে।
সাবধান হও!
ওহে ধর্ম বলে বলীয়ান ভণ্ড সাধুগন,
তোমাদের ধ্বংস অনিবার্য।
আমি যা বলছি তা শোনা দিয়া মন।
সেই দিন আর বেশী দূরে নয়........
ঐ দূরে, বহু দূরে একবার চেয়ে দেখ,
এক দল প্রকৃত মানুষ,
জ্ঞানের প্রদীপ জ্বেলে এক পা এক পা করে
কেমন এগিয়ে আসছে তোমাদের দিকে।
উত্তর চাইতে.................
তাকিয়ে দেখো একবার,
পশ্চিমের এই লাল দিগন্তের দিকে,
অস্তগামী সূর্যও কেমন
অট্টহাসি দিচ্ছে তোমাদের দেখে।
আর বলে যাচ্ছে,
ওহে ধর্ম বলে বলীয়ান ভণ্ড সাধুগন,
এই অসহায় মানুষ গুলোকে কেন.......
এতদিন আমাকে জোর করে,
পৃথিবীর চারিদিকে ঘুরিয়ে ও
তোমাদের সাধ মেটেনি ?
কী উত্তর দেবে তোমরা,
ঐ অসহায় মানুষ গুলোর কাছে ?
তোমাদের বেঁধে রাখা দড়ি ওরা ছিঁড়ে ফেলেছে।
তোমাদের রক্ত চক্ষু দেখিয়ে ধমক.......
ওরা আর ভয় করে না।
ফুরিয়ে এলো তোমাদের রাজত্ব।
তোমাদের তৈরি ঐ অন্ধকার জগতে
একবার তাকিয়ে দেখো।
কেমন বিন্দু বিন্দু আলোক কণা ফুটে উঠেছে।
সাবধান হও!
ওহে ধর্ম বলে বলীয়ান ভণ্ড সাধুগন,
সাধারণ মানুষ সচেতন হয়েছে।
সাবধান হও!
ওহে ধর্ম বলে বলীয়ান ভণ্ড সাধুগন,
তোমাদের সময়কাল শেষের মুখে।
প্রস্তুত হও,
ওহে ধর্ম বলে বলীয়ান ভণ্ড সাধুগন,
একটি ভয়ঙ্কর আন্দোলনের ডাক এসেছে।
সাবধান হও!
ওহে ধর্ম বলে বলীয়ান ভণ্ড সাধুগন,
তোমাদের ধ্বংস অনিবার্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পলাশ ফারাজী ২০/০৭/২০১৪
-
পলাশ ফারাজী ২০/০৭/২০১৪দাগ কেটে গেল কবিতাটি।অনন্য ভাবনার ফসল।শুভকামনা কবি।
-
আবু সাহেদ সরকার ১৮/০৭/২০১৪সুন্দর একটি বিদ্রোহী কবিতা পড়লাম কবি বন্ধু।
ভেকধারীদের জরা কন্ঠ ক্রম:শ হচ্ছে ক্ষীণ
বাজুক মুক্তির বীণ ক্লান্তিহীন।।