এ কেমন ধর্ম
এতো বড় একটা দেশ অর্থনৈতিক দূর্বলতা গ্রাস করে চলেছে।
কোটি কোটি মানুষ অনাহারে দিন কাটাচ্ছে।
নেই মানুষের উপযুক্ত বাসস্থান।
রাস্তায় পড়ে রয়েছে লক্ষ লক্ষ মানুষ।
ক্ষুধার্ত মা ক্ষুধার জ্বালায় বিক্রি করে দিচ্ছে কোলের শিশুকে।
যুবতী কন্যার আব্রু ঢাকাতে অক্ষম দীন দুঃখী পিতা।
ধর্ষিত হচ্ছে গরীব বাবা মায়ের একমাত্র কুমারী মেয়ে।
অন্যদিকে,
কোটি কোটি টাকা খরচ করে হিন্দুরা গড়ে তুলেছে মন্দির।
মুসলমানরা গড়ে তুলেছে মসজিদ।
খ্রিস্টানরা গড়ে তুলেছে গির্জা।
কোটি কোটি টাকা খরচ করে গড়া হচ্ছে সোনার মুর্তি।
আপনারা নিজেরাই নিজেদের মনকে প্রশ্ন করুন -- আমাদের দেশে কোনটার বেশি প্রয়োজন, মন্দির, মসজিদ, গির্জা নাকি মানুষের নিরাপত্তা, আহার, বস্ত্র, বাসস্থান ?
"জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।"
কোটি কোটি মানুষ অনাহারে দিন কাটাচ্ছে।
নেই মানুষের উপযুক্ত বাসস্থান।
রাস্তায় পড়ে রয়েছে লক্ষ লক্ষ মানুষ।
ক্ষুধার্ত মা ক্ষুধার জ্বালায় বিক্রি করে দিচ্ছে কোলের শিশুকে।
যুবতী কন্যার আব্রু ঢাকাতে অক্ষম দীন দুঃখী পিতা।
ধর্ষিত হচ্ছে গরীব বাবা মায়ের একমাত্র কুমারী মেয়ে।
অন্যদিকে,
কোটি কোটি টাকা খরচ করে হিন্দুরা গড়ে তুলেছে মন্দির।
মুসলমানরা গড়ে তুলেছে মসজিদ।
খ্রিস্টানরা গড়ে তুলেছে গির্জা।
কোটি কোটি টাকা খরচ করে গড়া হচ্ছে সোনার মুর্তি।
আপনারা নিজেরাই নিজেদের মনকে প্রশ্ন করুন -- আমাদের দেশে কোনটার বেশি প্রয়োজন, মন্দির, মসজিদ, গির্জা নাকি মানুষের নিরাপত্তা, আহার, বস্ত্র, বাসস্থান ?
"জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সঞ্জয় ভট্টাচার্য ০১/০৭/২০১৪অত্য ন্ত স ঠিক ক্থা লিখেছেন । ভাল থাক বেন
-
টি আই রাজন ২৬/০৬/২০১৪সৎ মানুষ।
-
সুলতান মাহমুদ ২৬/০৬/২০১৪খাটি কথা।
-
কবি মোঃ ইকবাল ২৬/০৬/২০১৪অনেক ভালো লাগলো দাদা। শুভ কামনা দাদা।