রুদ্র গ্রীষ্ম
উষ্ণ দুপুর বেলা প্রান যায় যায়।
রক্ত চক্ষু দিয়া সূর্য তাকায়।
নিশ্বাসে আগুন সে ফেলে পৃথিবীতে।
ধরাতলে কোনো জীব পারেনা থকিতে।
হাহাকার পড়ে যায় জলের অভাবে।
কিভাবে বাঁচাবে প্রান সকালে তা ভাবে।
শুকিয়েছে খালবিল, ফেটে মাঠ চৌচির।
কৃত্রিম পৃথিবীতে আশা নেই বৃষ্টির।
রক্ত চক্ষু দিয়া সূর্য তাকায়।
নিশ্বাসে আগুন সে ফেলে পৃথিবীতে।
ধরাতলে কোনো জীব পারেনা থকিতে।
হাহাকার পড়ে যায় জলের অভাবে।
কিভাবে বাঁচাবে প্রান সকালে তা ভাবে।
শুকিয়েছে খালবিল, ফেটে মাঠ চৌচির।
কৃত্রিম পৃথিবীতে আশা নেই বৃষ্টির।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ২৮/০৬/২০১৪খুব সুন্দর !
-
পরিতোষ ভৌমিক ২০/০৬/২০১৪দুর্দান্ত লেখা, মনে রাখার মতো ।
-
শিমুল শুভ্র ১৮/০৬/২০১৪ওয়াও
-
পিয়ালী দত্ত ১৬/০৬/২০১৪ভাল লাগা রইল।।
-
সৈয়দ মোঃ আল মামুন ১৫/০৬/২০১৪আশা নেই বৃষ্টির !
-
Mahfuza Sultana ১৫/০৬/২০১৪cool
-
কবি মোঃ ইকবাল ১৪/০৬/২০১৪অনেক ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।...