মিথ্যা প্রেম
এই মনের আকাশ থেকে উজ্জ্বল চাঁদের আলো।
হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গেল।
নেমে এল হৃদয়ে গাঢ় কালো অন্ধকার।
আমার সমস্ত স্বপ্ন ভেঙে হলো চুরমার।
বুকের ভেতর জমে গেল পাহাড় সম কষ্ট।
মিথ্যা প্রেমের ফাঁদে পড়ে জীবন হলো নষ্ট।
হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গেল।
নেমে এল হৃদয়ে গাঢ় কালো অন্ধকার।
আমার সমস্ত স্বপ্ন ভেঙে হলো চুরমার।
বুকের ভেতর জমে গেল পাহাড় সম কষ্ট।
মিথ্যা প্রেমের ফাঁদে পড়ে জীবন হলো নষ্ট।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ১৩/০৬/২০১৪অসাধারণ আরেক টু কাব্যিকতা থাকলে ভালো হয় ।
-
জোছনা ভেজা মন ১৩/০৬/২০১৪valo legeche apnar kobita.
-
এস,বি, (পিটুল) ১২/০৬/২০১৪নষ্ট হওয়া ভালো দাদা
-
ইব্রাহিম খলিল আমিদ ১২/০৬/২০১৪ক্ষুদ্র লেখা। তবে ভালো
-
কবি মোঃ ইকবাল ১১/০৬/২০১৪অনেক ভালো লাগলো।
-
এস ইসলাম ১১/০৬/২০১৪ভালো একটি কবিতা।