মন মানে না
ঝরছে বৃষ্টি, জানালার পাশে বসে আছি আমি একা।
মনে পড়ে যায় তোমার সাথে আমার প্রথম দেখা।
কত ভালোবাসা, কত অভিমান, কত না প্রেমের খেলা।
কত না রঙিন ছিল সেই দিন, করেছি যা অবহেলা।
তোমাকেই আমি ভালোবাসি আজও, আছে সেই ভালোবাসা।
আজও বেঁচে আছি তোমার জন্য, মনেতে আছে সে আশা।
জানি তুমি আর আমার হবেনা, তোমারে পাবো না কভু।
তোমাকে হারিয়ে বহু দিন হল, এ মন মানে না তবু।
মনে পড়ে যায় তোমার সাথে আমার প্রথম দেখা।
কত ভালোবাসা, কত অভিমান, কত না প্রেমের খেলা।
কত না রঙিন ছিল সেই দিন, করেছি যা অবহেলা।
তোমাকেই আমি ভালোবাসি আজও, আছে সেই ভালোবাসা।
আজও বেঁচে আছি তোমার জন্য, মনেতে আছে সে আশা।
জানি তুমি আর আমার হবেনা, তোমারে পাবো না কভু।
তোমাকে হারিয়ে বহু দিন হল, এ মন মানে না তবু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ০৭/০৬/২০১৪আরেক টু কাব্যিকতার প্রয়োজন ছিলো ।
-
ফাহিম মাহমুদ ০৩/০৬/২০১৪ভাল লাগলো
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০১/০৬/২০১৪জানি আর কোনদিনও আমার হবে না
পোড়া মন মানে না
তোমায় দেখার সাধ মেটে না।
খুব ভালো লেগেছে -
মোকসেদুল ইসলাম ০১/০৬/২০১৪শুভেচ্ছা নিরন্তর। একটা বানান ভুল আছে। ঠিক করে নিন
-
রুমা চৌধুরী ৩১/০৫/২০১৪খুব সুন্দর কবিতা। অসাধারণ। শুভেচ্ছা রইল।
-
এস,বি, (পিটুল) ৩১/০৫/২০১৪. সুন্দর হয়েছে কবিতা। আমার পাতায় আমন্ত্রন যানাই,।
-
তাইবুল ইসলাম ৩১/০৫/২০১৪বাহ
দারুন
শুভেচ্ছা নেবেন -
রনি হক ৩১/০৫/২০১৪রঙিন দিন যেন আর অবহেলাতে ধুসর না হয় ...
-
কবি মোঃ ইকবাল ৩১/০৫/২০১৪ভালো লাগলো দাদা।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩১/০৫/২০১৪চমৎকার একটি কবিতা। দারুণ ছন্দ। ভালো লাগলো।