www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন

দিন পেরিয়ে মাস এল,
বেশ কয়েক বছর কেটে গেল।
তবু প্রিয়া এল না ফিরে।
দেখে ছিলাম স্বপ্ন তাকে ঘিরে।
গোল পাতায় ছাওয়া ছোট্ট একটি ঘর।
সে হবে মিষ্টি বউ, আমি হব বর।
মনের সেই স্বপ্ন রয়ে গেল নিরবে।
হয়নি সফল, আসেনি বাস্তবে।
দিন যায়, মাস যায়, বছর ঘুরে আসে।
ফ্যাকাসে স্বপ্নগুলো চোখের সামনে ভাসে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল লাগল।।
  • ভালোবাসার কষ্ট...
  • সালু আলমগীর ০৮/০৭/২০১৪
    তবুও স্বপ্ন দেখা সুখী জীবনের।
  • রামবল্লভ দাস ০১/০৭/২০১৪
    কবির চোখে ভালোবাসা আমার তো পাওনা ।।
  • রাধাশ্যাম জানা ০১/০৭/২০১৪
    পড়েছি শুনেছি বলছি!অসাধারন সুন্দর কবিতা!পড়ে ভালো লাগল...!
  • অনন্য একটি লেখা
  • Mahfuza Sultana ১৭/০৬/২০১৪
    সপ্ন সত্যি হওয়া টা কঠিন ।
  • সুরজিৎ সী ১৩/০৬/২০১৪
    ধন্যবাদ।
  • ছন্দ ভালোলাগে। শুভকামনা।
  • রূপক বিধৌত সাধু ৩১/০৫/২০১৪
    ভালো লাগল লেখা। সাথে সাথে মায়া হল। বাস্তব বড় কঠিন।
  • ভালো লাগলো কবিতা। শুভকামনা আপনার জন্য।
  • দারুণ একটা কবিতা পড়লাম।
  • রুমা চৌধুরী ২৯/০৫/২০১৪
    হা হা দারুন। খুব ভাল স্ব্প্ন। নিশ্চই সফল হবে।
    ভাল কবিতা। শুভেচ্ছা রইল।
  • অমর কাব্য ২৯/০৫/২০১৪
    j jy say asey na.suberccca janaben
  • কবি মোঃ ইকবাল ২৯/০৫/২০১৪
    স্বপ্ন নিয়ে একটি চমৎকার কবিতা পড়লাম।
    • সুরজিৎ সী ৩০/০৫/২০১৪
      ভালোবাসা নেবেন।
  • তাইবুল ইসলাম ২৯/০৫/২০১৪
    খুব সুন্দর করে লেখা
    অনেক আকুতিই দেখলাম
    আশা করি পূরণ হবে
    শুভেচ্ছা নেবেন
 
Quantcast