স্বপ্ন
দিন পেরিয়ে মাস এল,
বেশ কয়েক বছর কেটে গেল।
তবু প্রিয়া এল না ফিরে।
দেখে ছিলাম স্বপ্ন তাকে ঘিরে।
গোল পাতায় ছাওয়া ছোট্ট একটি ঘর।
সে হবে মিষ্টি বউ, আমি হব বর।
মনের সেই স্বপ্ন রয়ে গেল নিরবে।
হয়নি সফল, আসেনি বাস্তবে।
দিন যায়, মাস যায়, বছর ঘুরে আসে।
ফ্যাকাসে স্বপ্নগুলো চোখের সামনে ভাসে।
বেশ কয়েক বছর কেটে গেল।
তবু প্রিয়া এল না ফিরে।
দেখে ছিলাম স্বপ্ন তাকে ঘিরে।
গোল পাতায় ছাওয়া ছোট্ট একটি ঘর।
সে হবে মিষ্টি বউ, আমি হব বর।
মনের সেই স্বপ্ন রয়ে গেল নিরবে।
হয়নি সফল, আসেনি বাস্তবে।
দিন যায়, মাস যায়, বছর ঘুরে আসে।
ফ্যাকাসে স্বপ্নগুলো চোখের সামনে ভাসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ শিপ্রা হালদার ১৬/০৭/২০১৪ভাল লাগল।।
-
মুহাম্মদ দিদারুল আলম ১৩/০৭/২০১৪ভালোবাসার কষ্ট...
-
সালু আলমগীর ০৮/০৭/২০১৪তবুও স্বপ্ন দেখা সুখী জীবনের।
-
রামবল্লভ দাস ০১/০৭/২০১৪কবির চোখে ভালোবাসা আমার তো পাওনা ।।
-
রাধাশ্যাম জানা ০১/০৭/২০১৪পড়েছি শুনেছি বলছি!অসাধারন সুন্দর কবিতা!পড়ে ভালো লাগল...!
-
মুনিরুল্লাহ রাইয়ান ১৯/০৬/২০১৪অনন্য একটি লেখা
-
Mahfuza Sultana ১৭/০৬/২০১৪সপ্ন সত্যি হওয়া টা কঠিন ।
-
সুরজিৎ সী ১৩/০৬/২০১৪ধন্যবাদ।
-
হামিম হোসেন মণ্ডল (বুলবুল) ১২/০৬/২০১৪ছন্দ ভালোলাগে। শুভকামনা।
-
রূপক বিধৌত সাধু ৩১/০৫/২০১৪ভালো লাগল লেখা। সাথে সাথে মায়া হল। বাস্তব বড় কঠিন।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩০/০৫/২০১৪ভালো লাগলো কবিতা। শুভকামনা আপনার জন্য।
-
আব্দুল বাসিত জাহেদ ৩০/০৫/২০১৪দারুণ একটা কবিতা পড়লাম।
-
রুমা চৌধুরী ২৯/০৫/২০১৪হা হা দারুন। খুব ভাল স্ব্প্ন। নিশ্চই সফল হবে।
ভাল কবিতা। শুভেচ্ছা রইল। -
অমর কাব্য ২৯/০৫/২০১৪j jy say asey na.suberccca janaben
-
কবি মোঃ ইকবাল ২৯/০৫/২০১৪স্বপ্ন নিয়ে একটি চমৎকার কবিতা পড়লাম।
-
তাইবুল ইসলাম ২৯/০৫/২০১৪খুব সুন্দর করে লেখা
অনেক আকুতিই দেখলাম
আশা করি পূরণ হবে
শুভেচ্ছা নেবেন