www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাগত বসন্ত

শীতের যখন বিসর্জন বসন্তের হবে আগম।
আনন্দ আর উৎসাহ তে ভরিয়া উঠিবে আমার মন।।

পল্লী প্রকৃতি ভরিয়া উঠিবে রঙিন রঙিন ফুলে।
প্রেমের জোয়ারে ভেসে যাব আমি মনের দুঃখ ভুলে।।

ফুটিবে ডালিয়া ফুটিবে জিনিয়া ফুটিবে রজনীগন্ধা।
মধুর গন্ধে ভরিয়া উঠিবে বসন্তের ঐ সন্ধ্যা।।

সদাই থাকিবে মাথার উপরে শান্ত স্নিগ্ধ আকাশ।
দখিন দিকেতে বয়ে যাবে সদা নিরব সুরেতে বাতাস।।

হঠাৎ দেখিব পূর্ব আকাশে সাতরাঙা রামধনু।
পশ্চিমে ঐ বাঁশ বাগানের মাথার উপরে ভানু।।

চন্দ্র থাকিবে উদার আকাশে থাকিবে হাজার তারা।
কবির জগতে থাকিবে মনটা হইয়া বাঁধন হারা।।

সময় কাটিবে অতি উত্তম নানা রঙে নানা খেলা।
মাঠে-ঘাটে-পথে প্রিয়দের সাথে কেটে যাবে সারা বেলা।।

আকাশ থাকিবে রঙে রঙে ভরা প্রকৃতি থাকিবে শান্ত।
মনে মনে তাই বলি বার-বার "স্বাগত বসন্ত"।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইউরিদ ১৪/০২/২০১৫
    ভাল লাগল
  • কবি মোঃ ইকবাল ২০/০৫/২০১৪
    বসন্তের আহ্বানটা সত্যিই অন্যরকম।
  • এস,বি, (পিটুল) ১৭/০৫/২০১৪
    onik sundor
 
Quantcast