www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি চাইলেই

তোমার জন্য সবকিছু ঐ হীরক সম আকাশ, শস্য শ্যামলা জমি।
তাই চোখের সামনে তাহাই দেখিবে যাহাইচাইবে তুমি।।
তুমি চাইলে কোনো প্রকান্ড ঝড় নিমিষেই যাবে থেমে।
তুমি চাইলেই ঐ আকাশের চাঁদ মাটিতে আসবে নেমে।।
তুমি চাইলেই রিমঝিম এ বৃষ্টি ঝরবে অঝোর ধারায়।
তুমি চাইলেই ঔ মেঘলা আকাশও ঝলমল করে তারায়।।
তুমি চাইলেই কোনো গভীর রাতেও হঠাৎ সূর্য ওঠে।
তুমি চাইলেই গবী সাহারার বুকে রঙিন ফুলেরা ফোটে।।
তুমি চাইলেই আসবে বসন্ত গাইবে কোকিল গান।
তুমি চাইলেই মোর দুঃখ ভরা মনে আসবে সুখের বান।।
তুমি চাইলেই কোনো অজম্মা খেতে সোনারফসল ফলে।
তুমি চাইলেই কোনো কঠিন পাথরও জীবনেরকথা বলে।।
তুমি চাইলেই গাছে যত ফুল সব ভরিয়া উঠিবে গন্ধে।
তুমি চাইলেই কোনো কবির কবিতা সুরচীতহবে ছন্দে।।
তুমি চাইলেই আমি হয়ে যেতে পারি ভুবন মাতানো কবি।
তুমি চাইলেই আমি হয়ে যেতে পারি একটি টুকরো ছবি।।
তুমি চাইলেই আমি মানুষের মনে আজীবন ধরে রবো।
তুমি চাইলেই আমি শ্মশান দহনে এক মুঠো ছাই হবো।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এস,বি, (পিটুল) ১৭/০৫/২০১৪
    বাহ্ চমত্কার
  • তাইবুল ইসলাম ১৭/০৫/২০১৪
    বাহ
    কবিতাটি এক কথায় অনবদ্য
    শুভেচ্ছা নেবেন
  • কবি মোঃ ইকবাল ১৭/০৫/২০১৪
    অনেক ভালো লাগলো কবি।
    • সুরজিৎ সী ১৭/০৫/২০১৪
      ধন্যবাদ
 
Quantcast