পথের কাঁটা
তুমি ভাবছো, আমি তোমার পথের কাঁটা হব।
কিন্তু আমি তেমনটি নয়, যেমন তুমি ভাব।
যাও চলে যাও সোনায় গড়া সুখের পালকি চড়ে।
নাইবা আমি এমন ভাবে রইলাম হেথায় পড়ে।
ভেবেছিলাম তোমার চোখের কাজল হয়ে রব।
কিন্তু তুমি আমায় তোমার চোখের বালি ভাব।
দাও ভেঙে দাও, আমার চোখের স্বপ্ন ছিল যত।
বুকে আমার নাহয় হল একটু খানি ক্ষত।
আমার জন্য বৃথাই কেন দুরে যাবে তুমি।
তোমার জন্য অনেক ...... দূরে চলে যাব আমি।
কখনো আর এমন ভাবে তোমার ভালোবাসবো না।
তোমার চোখের আড়াল হব ডাকলেও আর আসব না।
জানি তুমি থাকবে ভালো আমি আড়াল হলে।
ভালো থেকো, সুখে থাকো যাচ্ছি আমি বলে।
কিন্তু আমি তেমনটি নয়, যেমন তুমি ভাব।
যাও চলে যাও সোনায় গড়া সুখের পালকি চড়ে।
নাইবা আমি এমন ভাবে রইলাম হেথায় পড়ে।
ভেবেছিলাম তোমার চোখের কাজল হয়ে রব।
কিন্তু তুমি আমায় তোমার চোখের বালি ভাব।
দাও ভেঙে দাও, আমার চোখের স্বপ্ন ছিল যত।
বুকে আমার নাহয় হল একটু খানি ক্ষত।
আমার জন্য বৃথাই কেন দুরে যাবে তুমি।
তোমার জন্য অনেক ...... দূরে চলে যাব আমি।
কখনো আর এমন ভাবে তোমার ভালোবাসবো না।
তোমার চোখের আড়াল হব ডাকলেও আর আসব না।
জানি তুমি থাকবে ভালো আমি আড়াল হলে।
ভালো থেকো, সুখে থাকো যাচ্ছি আমি বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৫/২০১৪অসম্ভব ভালো লাগলো কবিতা
-
এস,বি, (পিটুল) ২০/০৫/২০১৪dada ami apnak chai. Apnar satha thakta chai. Apnar kobita porta chai.
Plz amak E-mail korben.
[email protected]
Oppkhay thaklam ? -
কবি মোঃ ইকবাল ২০/০৫/২০১৪চমৎকার একটা লেখা পড়লাম দাদা।
-
অমর কাব্য ২০/০৫/২০১৪onk balolaglo