ছোট্টো পল্লী গ্রাম
কোথায় সবুজ তরুলতার সাজ,
যেথায় মাঠে চাষিরা করে কাজ,
হাওয়া যেথা দোলায় গোটা গ্রাম,
দুলতে থাকে হলুদ পাকা আম,
কোথাও দোলে কাজল কালো জাম,
এই আমাদের ছোট্ট পল্লী গ্রাম।
যেথায় মাঠে ফলে সোনার ধান,
বাঁচায় সরল গ্রামবাসীদের প্রাণ,
যেথায় মাঠে রাখাল চরায় গরু,
যেথায় শুধু সবুজ সবুজ তরু,
অন্য ভাষা ফেলে দিয়ে দুরে,
কথায়, গানে, ছন্দ আর সুরে,
ছড়ায় যেথা পল্লীগীতির নাম,
সে যে আমাদের ছোট্ট পল্লী গ্রাম।
বহু পুরনো ছোট্ট পল্লী গ্রাম।।
যেথায় মাঠে চাষিরা করে কাজ,
হাওয়া যেথা দোলায় গোটা গ্রাম,
দুলতে থাকে হলুদ পাকা আম,
কোথাও দোলে কাজল কালো জাম,
এই আমাদের ছোট্ট পল্লী গ্রাম।
যেথায় মাঠে ফলে সোনার ধান,
বাঁচায় সরল গ্রামবাসীদের প্রাণ,
যেথায় মাঠে রাখাল চরায় গরু,
যেথায় শুধু সবুজ সবুজ তরু,
অন্য ভাষা ফেলে দিয়ে দুরে,
কথায়, গানে, ছন্দ আর সুরে,
ছড়ায় যেথা পল্লীগীতির নাম,
সে যে আমাদের ছোট্ট পল্লী গ্রাম।
বহু পুরনো ছোট্ট পল্লী গ্রাম।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৫/২০১৪গ্রামের সুন্দর রূপ ফুটে উঠেছে কবিতা য়
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২২/০৫/২০১৪আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইয়াছে প্রাণ।
পল্লীর খুব ভালো বর্ণনা, দারুণ..... -
তাইবুল ইসলাম ২১/০৫/২০১৪বাহ
খুব সুন্দর গ্রাম বাংলার পটে আঁকা ছবি দেখালেন
শুভেচ্ছা নেবেন -
মোঃওবায় দুল হক ২১/০৫/২০১৪অসাধারন দাদা!
-
কবি মোঃ ইকবাল ২১/০৫/২০১৪অনবদ্য চমৎকার একটি কবিতা পাঠ করলাম।
-
সফিউল্লাহ আনসারী ২১/০৫/২০১৪ভালো লেগেছে
-
রায়হান রহমান ২১/০৫/২০১৪ছন্দ অনেক ভালো।