যখন আমি থাকবো না
যখন আমি যাবো চলে,
সবার মাঝে তোমায় ফেলে
তখন তুমি ভাববে বসে
যখন ছিলো সে আমার পাশে I
রাত্রে তুমি জানালা দিয়ে,
যেই তাকাবে ঐ আকাশে
দেখবে আমি আছি সেথায়
ঐ তারা দের পাশে I
হঠাত্ করে কালো মেঘে,
যখন আমি যাবো ঢেকে
বৃষ্টি হয়ে বইবো তখন
তোমার মনের আঙিনাতে II
সবার মাঝে তোমায় ফেলে
তখন তুমি ভাববে বসে
যখন ছিলো সে আমার পাশে I
রাত্রে তুমি জানালা দিয়ে,
যেই তাকাবে ঐ আকাশে
দেখবে আমি আছি সেথায়
ঐ তারা দের পাশে I
হঠাত্ করে কালো মেঘে,
যখন আমি যাবো ঢেকে
বৃষ্টি হয়ে বইবো তখন
তোমার মনের আঙিনাতে II
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুপ্রিয় মন্ডল ১৬/০৬/২০১৫আর তখনই সে হয়ে ওঠে "মৃত্যুজ্ঞয়"
-
নিরঝরা ১৬/০৬/২০১৫মৃত্যু কারোর অস্তিত্বকে কেড়ে নিতে পারেনা. তার কর্ম তাকে বাঁচিয়ে রাখে হৃদয় মাঝে
-
স্বাতী ভট্টাচার্য্য ১৬/০৬/২০১৫যখন পড়বে না মোর পায়ের চি্হ্ন এই বাটে.....
-
খালিদ ১৫/০৬/২০১৫live for us not a single women