www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসার গল্প উবার-২২৬১

ভালবাসার গল্প: উবার-২২৬১
[ তৃতীয় পর্ব ]

তিন.

সকাল আটটা হবে ! ছুটির দিন | ঘুম থেকে সকাল সকাল উঠে যোগ ব্যায়াম করা আভার কলেজ লাইফ থেকে রেগুলার রুটিন ওয়ার্ক | পাশেই একটা স্টপ ওয়াচ , এক বোতল ফ্রেশ ওয়াটার আর কিছু ছোলা | বারান্দার লংটার এক কর্ণারেই দুটো জিম মেশিন | ডান হাতের তর্জুনী আঙ্গুল দিয়ে নাকের এক পাশে চেপে শ্বাস ছাড়ছিল আভা | বারান্দায় বাজছে মেডিটিয়েশনের মাইল্ড মিউজিক এর মূর্ছনা | হঠাৎ ফোনের রিং-এ চেতন ফিরে পেলো সে |
ফোনের ওপাশ থেকে ভয়েস শুনে চমকে গেলো আভা |
-- গুড মর্নিং | সকাল সকাল কি ঘুমের ডিস্টার্ব করলাম ম্যাডাম ?
- ওহ নো ! আপনি এতো সকালে ? কি মনে করে মিস্টার ইভান ?
- আসলে আপনার সেই চাবিটা পেয়েছিলাম, কিন্তু ফোন দেব দেব করে দেওয়া হয়না | আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম |
- না না , ইটস ওকে | তা কেমন আছেন ?
- চলে যাচ্ছে , ফাইন | আপনি ?
- নট ব্যাড |
-তা আপনাকে চাবিটা কি আজকে ফেরত দিয়ে যেতে পারি ?
-ওহ শিউর | কোথায় দিতে চান বলেন ?
- আপনি যেখানে বলবেন |
- তাহলে আপনি ধানমন্ডি দুই নম্বরে ক্রিমসন কফির সামনে চলে আসবেন |
- কয়টার দিকে আসবো ?
- এই সকাল দশটার পরে ..!
- ওকে ম্যাডাম, আই উইল |

এখনো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না আভা | ইভানের ফোন, তাও আবার সকাল বেলা ! ফিরে পাওয়া চাবি ! কিন্তু সে তো তার চাবি পেয়ে গেছে অনেক আগেই | ব্যাগের সিক্রেট ইনারে ছিল | তাহলে এটা বোধহয় অন্য কারো | সে যাক গে, এই বাহানায় ইভানকে আরেকবার দেখা যাবে | একটু ভাললাগাতো তৈরী হয়েছেই | এই সুযোগ মিস করা যাবে না | যোগ ব্যায়াম শেষ করে আভা ওয়াশরুমের দিকে ছুটলো | একটা ফ্রেশ শাওয়ার নিয়ে তবেই বেরুতে হবে |

চার.
কালো গ্যাভার্ডিন ফুল ট্রাউজারের সাথে অফ-হোয়াইট টি-শার্টে দাঁড়িয়ে ইভান | ফোনে কার সাথে যেন কথা বলছে | গাড়ি দিয়ে এক ঝলক দেখে নিলো আভা | অন্যরকম স্মার্ট লাগছে ওকে ! কেউ কি দেখে বলবে, তার মতো ছেলে উবার চালায় ! নিশ্চয় কোনো ইগো আছে ! নয়তো টাইম পাস্ ! বাইরে লেখাপড়া করা ছেলে-মেয়েরা অযথা সময় নষ্ট করে না ! আভার এক আঙ্কেল রাশিয়া থেকে মাস্টার্স করে দেশে ফিরে এক সপ্তাহ না যেতেই আগোরার আউটলেটে সুপারভাইজর হিসেবে জয়েন করে ফেলেছেন | কাজে কোনো ছোট-বড় নেই , নিশ্চয় সেই ভাবনা থেকেই ইভানের এই উবার ড্রাইভার হওয়া | গাড়ি থেকে নেমে হাই বলে ইভানকে জানান দিলো , আমি এসেছি | চাবি নিতে নয়, তোমাকে দেখতে ! নিজের মধ্যে একটা চাইল্ডিশ মনোভাব জেগে উঠায় নিজেকে কিছুটা ছোটও লাগছে ওর | এই বয়সে এই লেভেলে থেকে এটা কি ওকে মানাচ্ছে | সে যাক , আপাতত মনের এই সংকোচতার ধার না ধেরে ইভানের সাথে একটু গল্প করা যাক |
- চাবির জন্যে ধন্যবাদ |
- দেরি হওয়ার জন্য আমি দুঃখিত !
-আমরা কি একটু কফি খেতে পারি ?
-ইয়েস অফকোর্স |
- আপনার টাইমের বা কলের কোনো ক্ষতি হবে না তো !
- মাঝে মাঝে ভালো কিছু দেখবার জন্যে একটু-আধটু ক্ষতি মেনে নেওয়া যেতেই পারে |
-মানে ?
- আপনাকে আজ অসম্ভব সুন্দর লাগছে ম্যাডাম ! ইউ আর লুকিং সো গর্জিয়াস !
- রিয়ালি ! থাঙ্কস !
- আপনি বসুন, আমি কফির অর্ডার দিয়ে আসছি !
- না না , আমি খাওয়াবো বলেছি ! আপনি বসুন !
-আপনি কি ফ্লেভার লাইক করেন ?
- আমার জন্যে আমেরিকান লোটে, সুগার ফ্রি | টপিং-এ হালকা ভ্যানিলা হার্শে |
-গুড, এই দিকটায় বসুন ! কফি খেতে খেতে রোডস ভিউ এন্ড পাবলিকের এক্সপ্রেশন দেখা যাবে !

ক্রিমসনের রোড সাইডের ডুয়েট একটা টেবিলে গিয়ে বসলো আভা | আজ ইভানকে পুরোদস্তর বাংলার গ্রামের ছেলে মনে হচ্ছে | তা ছাড়া জন্ম সূত্রে সে তো বাঙালি | লাগবেই বা না কেন ?
আভা ভাবছে , আজ কথায় কথায় কিছু জেনে নিবে ইভানের , কেন আমেরিকা ছেড়ে আসা, কেন উবার চালানো, কেন চাকুরী নয় ইত্যাদি |
কফির ট্রে হাতে ইভান এসে বসলো আভার মুখোমুখি |
- তা ম্যাডাম, ছুটির দিনে সকাল বেলার ঘুম ভাঙিয়ে কি কোনো অপরাধ করেছি ?
- তা কেন হবে ? আমি তো সকাল সকাল উঠে যোগ ব্যায়াম করি !
- তাহলে আপনার এই অনিন্দ্যসুন্দরীর লাস্যময়ীর রহস্য কি ব্যায়াম ?
- শুধু কি ব্যায়াম ? জীবনের সবকিছুতে চাই টাইমিং , প্রপার এটেনশন এন্ড ডিটার্মিনেশন !
- তা ঠিক ! সেইজন্যই আমার কিছু হয়নি ! বলা যেতে পারে , মা-বাবার অবাধ্য একগুঁয়ে শিক্ষিত বখাটে ছেলে ! এন্ড ইমোশনাল !
- এভাবে বলছেন কেন ? একটা কিছুর পিছনে লেগে থাকলে ভালো রেজাল্ট আসবেই | আর খারাপ কি আছেন ? স্মার্ট বয়দের একজায়গায় উঠে যেতে বেশীক্ষন লাগে না !
- স্মার্ট বয় !

অট্টহাসি দিয়ে আভাকে চমকে দিলো ইভান ! মনে হচ্ছে , এই প্রথম তাকে কেউ স্মার্ট বললো !
- কি ব্যাপার , হাসলেন যে ! কেউ স্মার্ট বলেনি !
- বলেছে , আমার দাদি বলতো ! আমার ডার্লিং , মাই হ্যান্ডসাম বেবি ! অনেকদিন পর মনে করিয়ে দিলেন !
- সত্যি !
- আমেরিকার জীবন-যাত্রায় কাউকে স্মার্ট বলার সময় কোথায় ? আর তা ছাড়া , আমার কাছে মনে হয় , আমেরিকার প্রত্যেকটি মানুষ স্মার্ট , তা না হলে সে ওই দেশে একদিনও টিকে থাকতে পারবে না !
- আই এম এগ্রিড উইথ ইউ !
-যারা স্মার্ট নয়, তারাই ওইখানে হোমলেস , স্টুপিড এন্ড বেগার !
- তা , বাংলাদেশের কেউ বলেনি ?
- এই তো , আজকে আপনি বললেন !! [ আবার হাসি ইভানের ]
---------------------------------------------------- চলবে
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৫৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast