তুমি আসবে বলে
তুমি আসবে বলে
হাজার মাইল পথ
আমি হাঁটলাম।
তুমি আসবে বলে
অশ্রুনদীর দুই
পার বাঁধালাম।
তুমি আসবে বলে
জীবনের যুদ্ধে
আজও আমি হাসলাম।
তুমি আসবে বলে
যন্ত্রনাদের সুখের আঁচলে বাঁধলাম।
চোরা দুঃখের বেড়াজাল
ভেঙে নদীর ওপারে গেলাম।
মৃত্যু! তুমি আসলে বলে
জীবনের স্বাদ পেলাম।
হাজার মাইল পথ
আমি হাঁটলাম।
তুমি আসবে বলে
অশ্রুনদীর দুই
পার বাঁধালাম।
তুমি আসবে বলে
জীবনের যুদ্ধে
আজও আমি হাসলাম।
তুমি আসবে বলে
যন্ত্রনাদের সুখের আঁচলে বাঁধলাম।
চোরা দুঃখের বেড়াজাল
ভেঙে নদীর ওপারে গেলাম।
মৃত্যু! তুমি আসলে বলে
জীবনের স্বাদ পেলাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নির্ঘুম মিশ্র ১৪/০৯/২০১৮অত্যন্ত ভালো।
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ১৩/০৯/২০১৮মৃত্যু! তুমি আসলে বলে
জীবনের স্বাদ পেলাম।
অনবদ্য -
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০৯/২০১৮দারুন
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৯/২০১৮সুন্দর-প্রকাশ।
-
অলি শর্ম্মা ১৩/০৯/২০১৮Khub bhalo laglo pore
-
মেহেদী হাসান (নয়ন) ১৩/০৯/২০১৮খুব ভাল লিখছেন