www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চেতনে অবচেতনে

চেতনে অবচেতনে
রুমা চৌধুরী

চূড়া   ভাবে   নূপুর,
কত ভাগ্যবান।
শ্রীরূপের পাদপদ্মে
সঁপেছে তার প্রাণ।
বিশ্বজগৎ মাঝে
যেথায় পদ যুগল রাজে
সেথায় নূপুর অরূপ ছন্দে
বাজায় মধুর তান।
নূপুর,কত ভাগ্যবান।

নূপুর ভাবে,ওই শ্রীরূপের
প্রেমের সুরে বেঁধেছে সুর বাঁশি,
নিখিল ভুবন রেখেছে বেঁধে
ওই প্রেমময় রশি।
হতাম যদি শ্যামের হাতের ওই
ছন্দবিধুর বাঁশি।
নিত্য সুরের ভাবের খেলায়
আমিও হতেম সাথী।

বাঁশি ভাবে, চূড়া,
ঐ ঐশী রূপেই
মনন জোড়া,
রয়েছে মগ্ন ধ্যানে
চেতন আলোর জগৎ হতে
অন্ধ অবচেতনে
তাই তো স্থান হয়েছে
উচ্চ শীর্ষাসনে।

ঐশী রূপে ছড়িয়ে আলো
বিশ্ব চরাচরে
চিন্তামনি চেয়ে থাকেন
শূন্য পারাবারে
আদি হতে অন্তপথে
সৃষ্টি হতে ধ্বংসরথে
অখন্ড ওঙ্কারে।
সত্যে চিত্তে আনন্দের
ঋদ্ধ অন্তরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৯/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ লাগলো
  • অবশেষে আপনার মূল্যবান লেখাটি পড়লাম। ভাল লাগলো।
    এভাবে লিখতে থাকুন আর আসরকে মাতিয়ে রাখুন সবসময়।

    আপনার জন্য রইলো এক ঢালি ফুলেল শুভেচ্ছা।
  • অলি শর্ম্মা ১০/০৯/২০১৮
    অসাধারণ
 
Quantcast