শেষ যাত্রা
আমার শয্যা জুড়ে অধিক সুবাস,
ধূপ, রজনীর ভীড়।
চেড়া বাঁশে শ্বেত রঙে আজ ,
শব রয়েছে স্থির।
তাই উঠোন জুড়ে অশ্রু নদী ,
দন্তবিকাশ করতে বারণ।
রজ্জুবদ্ধে বন্দী আছি,
করে তুলসী, তুলো অঙ্গে ধারণ।
আমার অধমাঙ্গে আলতা রাঙা,
তোদের বেরঙ চোখের জল।
শেষ যাত্রায় দোল খেতে চাই,
খৈ ছিটাবি চল।
ধূপ, রজনীর ভীড়।
চেড়া বাঁশে শ্বেত রঙে আজ ,
শব রয়েছে স্থির।
তাই উঠোন জুড়ে অশ্রু নদী ,
দন্তবিকাশ করতে বারণ।
রজ্জুবদ্ধে বন্দী আছি,
করে তুলসী, তুলো অঙ্গে ধারণ।
আমার অধমাঙ্গে আলতা রাঙা,
তোদের বেরঙ চোখের জল।
শেষ যাত্রায় দোল খেতে চাই,
খৈ ছিটাবি চল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০৬/২০২২অনবদ্য!
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০৬/২০২২সুন্দর অনুভব!
-
ফয়জুল মহী ১৪/০৬/২০২২সাবলীল প্রকাশ ।
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৬/২০২২অনুপম