www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঝোড়ো নারী

তোর সর্বাঙ্গের কাপড় জোরা বড্ড বেমানান!!
আর রাখিস নে,
যৌবন টা বিকিয়ে দে রক্তচোষার হাতে।
যারা সুধায় না তোর জাতের কথা!
উষ্ণ নগ্ন কায়া-এ রাজি-
টুপির নিচে কাজি হোক, বা পৈতে তলে ব্যানার্জি।।
যখন তোর পায়ে ঘুঙুর,
মঞ্চ সভাতল।
তখন তাদের হাতে জুঁই-এর গোছা,
খাচ্ছে টলমল।।
চামড়া ঘষে রাত রাঙ্গিয়ে,
আঁধার সাগর দিচ্ছে পারী।
তুই তো ওদের ভোগের পুতুল,
সমাজ বুকে ঝোড়ো নারী।।
মৃগনয়নের নিম্নতলে পরেছে আজ কালশিটে;
তোকে নিয়ে খেলবে না আর
খুঁজবে না কেউ অর্কুটে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৩/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast