প্রত্যাশিত প্রণয়ী
তোমাকে একটা ছাই রঙ তাঁত শাড়িতে আমার দেখতে ভালো লাগবে,
আর নীল টিপ, নীল কাঁচের চুড়িতে তুমি সেজে থেকো মেয়ে।
তোমার কাজল চোখ আমায় অফুরাণ উজ্জ্বলতা দেবে,
ও চোখে তাকালেই পৃথিবী দেখবে অনন্ত মনোরম স্বর্গরাষ্ট্র;
আমার জীবনের অন্যতম দর্শন হবে তোমার চোখ অনন্ত;
তুমি হবে আমার পূর্ণতা, পৃথিবী সেরা আবিষ্কার,
তোমাকে পাওয়ার পর অপূর্ণতা থাকবে না আর,
মেয়েগো তুমি হবে আমার অর্জিত শ্রেষ্ঠ পুরস্কার।
তোমারামার কাছে আসার গল্প হবে, হবে আগনিত প্রণয়ের কবিতা।
পৃথিবীতে ভালোবাসার উৎসব হবে, প্রাণ স্পন্দনে কাঁটবে সমস্ত জড়তা।
যেকোনো সময় একরাশ ভালোবাসা নিয়ে তোমার শহরে হানা দেবো;
তৈরী থেকো মেয়ে।
আর নীল টিপ, নীল কাঁচের চুড়িতে তুমি সেজে থেকো মেয়ে।
তোমার কাজল চোখ আমায় অফুরাণ উজ্জ্বলতা দেবে,
ও চোখে তাকালেই পৃথিবী দেখবে অনন্ত মনোরম স্বর্গরাষ্ট্র;
আমার জীবনের অন্যতম দর্শন হবে তোমার চোখ অনন্ত;
তুমি হবে আমার পূর্ণতা, পৃথিবী সেরা আবিষ্কার,
তোমাকে পাওয়ার পর অপূর্ণতা থাকবে না আর,
মেয়েগো তুমি হবে আমার অর্জিত শ্রেষ্ঠ পুরস্কার।
তোমারামার কাছে আসার গল্প হবে, হবে আগনিত প্রণয়ের কবিতা।
পৃথিবীতে ভালোবাসার উৎসব হবে, প্রাণ স্পন্দনে কাঁটবে সমস্ত জড়তা।
যেকোনো সময় একরাশ ভালোবাসা নিয়ে তোমার শহরে হানা দেবো;
তৈরী থেকো মেয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৮/১০/২০১৭খুব ভালো ...
-
টি এম আমান উল্লাহ ১৮/১০/২০১৭ভাল ভাবনা
-
বিপ্লব চাকমা ১৭/১০/২০১৭বাহ্, মনে হচ্ছে যুদ্ধে যাবার প্রস্তুতি চলছে! সুন্দর চিন্তা ভাবনা। থামতে নেই।
-
আব্দুল হক ১৭/১০/২০১৭সুন্দর লিখা : ধন্যবাদ!!
-
রেজাউল ইসলাম ১৭/১০/২০১৭দারুন লেখনী।