সংঘাত নয় শান্তি
প্রত্যেকটা রাজনৈতিক দল প্রতিশোধ পরায়ণ।
এটা ভুল বসত গণতন্ত্রের অঙ্গ হয়ে গেছে।
নিজেদের ক্ষতিকে একে অন্যের ঘাড়ে চাপানো
তাদের প্রধান নীতি গুলোর একটি।
তারা যদি একে অন্যের বন্ধু হয়ে
জনগনের পাশে থেকে দেশের আর মানুষের শান্তির জন্য কাজ করতো
তবে সত্যি সোনার বাংলাদেশ স্বপ্নপুরীতে পরিণত হত..
হ্যাঁ, আমি আমার অধিকার নিয়ে লিখছি। সংঘাত নয় শান্তি চাই।
সবাই দেশকে ভালবেসে রাজনীতি করুণ।
এটাই প্রথম ও শেষ অনুরোধ..
এ দেশে সন্তান রাজনীতি করলে মায়েদের কাছে সেটা অপরাধ।
এক সন্তান হারা মায়ের বুক ফাঁটা আর্তনাদ এমনি...
শুধু রাজনীতি করার অপরাধে নির্মম বলি হয় তার ছেলে ।
প্রতিশোধ পরায়নতার ফলাফল এমন হলে আমাদের রক্তে মহা-সমুদ্র ভরে যাবে।
তুমি,আমি আর আমরা সবাই বাংলাদেশি।
কেন আমরা নিজেদের সব নিজেরাই ধ্বংস করবো।
সবাই একসাথে মিলে দেশটাকে শান্তি আর সুখের বাংলাদেশ গড়ে তুলতে পারি।
এ দেশ তো আমাদের মায়ের মতো....আমাদের বাংলা মা।
ধর্মেও দেশকে ভালবাসার হুকুম আছে।
আমরা... আমাদের সকলের ঐক্যবদ্ধতায় দেশ আমাদের সুখের গুলশান হয়ে উঠুক..
সৃষ্টিকর্তা সহায় হোন এই কামনায়...
-সাদা কাঁক
১৪ জ্যৈষ্ঠ ১৪২১ বঙ্গাব্দ
এটা ভুল বসত গণতন্ত্রের অঙ্গ হয়ে গেছে।
নিজেদের ক্ষতিকে একে অন্যের ঘাড়ে চাপানো
তাদের প্রধান নীতি গুলোর একটি।
তারা যদি একে অন্যের বন্ধু হয়ে
জনগনের পাশে থেকে দেশের আর মানুষের শান্তির জন্য কাজ করতো
তবে সত্যি সোনার বাংলাদেশ স্বপ্নপুরীতে পরিণত হত..
হ্যাঁ, আমি আমার অধিকার নিয়ে লিখছি। সংঘাত নয় শান্তি চাই।
সবাই দেশকে ভালবেসে রাজনীতি করুণ।
এটাই প্রথম ও শেষ অনুরোধ..
এ দেশে সন্তান রাজনীতি করলে মায়েদের কাছে সেটা অপরাধ।
এক সন্তান হারা মায়ের বুক ফাঁটা আর্তনাদ এমনি...
শুধু রাজনীতি করার অপরাধে নির্মম বলি হয় তার ছেলে ।
প্রতিশোধ পরায়নতার ফলাফল এমন হলে আমাদের রক্তে মহা-সমুদ্র ভরে যাবে।
তুমি,আমি আর আমরা সবাই বাংলাদেশি।
কেন আমরা নিজেদের সব নিজেরাই ধ্বংস করবো।
সবাই একসাথে মিলে দেশটাকে শান্তি আর সুখের বাংলাদেশ গড়ে তুলতে পারি।
এ দেশ তো আমাদের মায়ের মতো....আমাদের বাংলা মা।
ধর্মেও দেশকে ভালবাসার হুকুম আছে।
আমরা... আমাদের সকলের ঐক্যবদ্ধতায় দেশ আমাদের সুখের গুলশান হয়ে উঠুক..
সৃষ্টিকর্তা সহায় হোন এই কামনায়...
-সাদা কাঁক
১৪ জ্যৈষ্ঠ ১৪২১ বঙ্গাব্দ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ২৮/০৫/২০১৪
-
তাইবুল ইসলাম ২৮/০৫/২০১৪কি করবেন বলুন
আজকাল শান্তির বড় অভাব!
সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি।