মুখোমুখি রবীন্দ্রনাথ
এক এক করে ছিঁড়েছে সমাজ
জীর্ণ যোগাযোগের সব সুতো
এ পুতুল আর নাচেনা
পুড়ন্ত মঞ্চের মাঝে চুর
কুঠরির ভেতর নির্জন
একলয়ে চেয়ে থাকে
থমথমে কালো আঁধার খাঁজে
যেন আলখাল্লার বিড়ম্বনা
ভাসে শান্তিরঙা হাসিতে
লেলিহান আগুন নিঝুম
ছায়ার লতা যেন সরীসৃপের মত
গিলে খায় চেতনার শেষটুকু
জীর্ণ যোগাযোগের সব সুতো
এ পুতুল আর নাচেনা
পুড়ন্ত মঞ্চের মাঝে চুর
কুঠরির ভেতর নির্জন
একলয়ে চেয়ে থাকে
থমথমে কালো আঁধার খাঁজে
যেন আলখাল্লার বিড়ম্বনা
ভাসে শান্তিরঙা হাসিতে
লেলিহান আগুন নিঝুম
ছায়ার লতা যেন সরীসৃপের মত
গিলে খায় চেতনার শেষটুকু
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এফ সাকি ১৮/০২/২০১৪অপূর্ব!কি চমৎকার!বলেছেন।তবে পুড়ন্ত মঞ্চে চুরটা কি বুঝলাম না।দয়া করে বলবেন?