www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নাইটবাল্ব

বাইরে যাওয়া নাগালের অনুভূতি
ধোঁয়া আঁধারের রাশপাতলা কাঁচে
বিন্দু বিন্দু করে শুকিয়ে যায়
কটোপ্যাক্সির লালাভ আঁচে,
নিখাদ ভালোবাসা পাগলের প্রলাপ
ভাসিয়ে বানিয়ে দিয়েছি বিতৃষ্ণার জলে
গোপনে স্মৃতি তোমার গরহাজির
কবরের উপত্যকা এই খোঁচা খোঁচা গালে;
ব্যর্থ দেওয়ালে লেপটে কামনার আঁচড় …


আলিঙ্গনভাঙা দুটো প্রগাঢ় চোখ
তোলে কালাহারির মরুঝড় জেঁকে
অমনোযোগী অন্তর্বাসের সৌরভ
অযথা ঈর্ষারোপন অন্যের সুখে,
পাখসাট পাখোয়াজের
পেরিয়ে যায় মায়াসভ্যতার ভিড়ে
বিরামহীন পরিব্রাজকদের মিছিল,
আলতো কল্পনার অলীক আতিশয্যে
রাত পরিযায়ী নোংরা নিঃশ্বাসে আবিল …


বন্যার স্রোতের মত ঝাঁপিয়ে পড়ে
নবোকভের রগরগে উপন্যাস
আকস্মিকতা রাতের
এলোমেলো নীরবে অগোছালো
হাজার হাজার নগ্ন মূর্তি
ফ্রান্সিসকো লুকাসের স্পর্শ পদ্ধতি
লাগিয়ে যায় আগুন রক্তে;
কামনা গরম গড়াতে থাকে
নরম আলোর মত মোতিঝিলে …
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দীপঙ্কর বেরা ৩০/১১/২০১৩
    বেশ , ভাল লাগল ।
  • Înšigniã Āvî ২৯/১১/২০১৩
    osadharon...
  • suman ২৯/১১/২০১৩
    দারুণ বরাবরে মতো...
 
Quantcast