www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন

শুকনো আগুন যখন
কলকে উপচে লাল ছলকে পড়ে
তাকে জীবন বলি


বাউল গানের সুরে
একতারার পেয়ে বসা আবদার
কাকতাড়ুয়ার জরাজীর্ণ কাঁপতে থাকে
মাটির শরীরে বৃষ্টির চুমু
খাওয়ার সোঁদা আওয়াজে
ভেলায় ভাসা উজান মাঝির
জাল বিছানোর সময়ই সে
কোমর জল নিয়ে ফিরে আসে
ঘাসে পায়ের ভিজে গন্ধ রেখে
মেঠো আলপথ বেয়ে শৈশবের
উত্তেজনা ঠিকানাহীন ঘুড়ি ছোঁয়ার
বাঁধ মানেনা উৎসবের আমেজ
নতুন কাটা ধান-লবানের হাসিতে
মেলার নাগরদোলাতেই প্রথম দেখা
ঝিঁঝির ডাক ব্যাঙের ডাক শিয়ালের ডাক
আর জোনাকির আলো গায়ে মেখে
একফালি প্রেমের প্রথম চাঁদ দেখা একপলকে।


ঘরে ফেরার সময় যখন
সাইকেলে দু’হাত-পা ছেড়ে দিয়ে
তাকে জীবন বলি


দাওয়ায় রেডিওর গান একপাশে
আলসে ঝিমুনি কূটকচালিতে কান রাখেনা
ভাসানের রাতে দালানের সিঁদুর
যদি আঁধার চুলের রাশি সরিয়ে
রাঙিয়ে দেওয়া যেত শিল্পীর মত
তবে রাতপুকুরে নুপুরের শব্দ
রোমে রোমে শিহরণ খেলে যেতনা
আমের মুকুলের সুরভিত নিঃশ্বাসে
হ্যাচাকের আলোর শেষে
অশরীরীদের আনাগোনা পরীক্ষার গুমোটে
ডুবে যায় ধীরে ধীরে
ওড়নার নীলাভ পরশের তিমিরে
দুটো বোঝাতে না পারা চোখ
দুটো অবুঝ চোখ


বুদবুদের নেশা যখন
হাঁড়ি উপচে তাড়ির কিনারা ভাসায়
তাকে জীবন বলি
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এফ সাকি ২৫/১২/২০১৩
    ঠিক !তবে জীবন আরো বিস্তৃত এক পরিধি।যার ব্যাস কেউ জানে না।আর ব্যাসার্ধ সে তো বেশি প্যাঁচযুক্ত।জীবন বৃত্তের নিখুতছবি বা চিত্র অংকন কোন শিল্পীর জন্য অসম্পূর্ণই থাকে।কোন একদিক ফুটিয়ে তুলতে নিজের বৃত্ত শেষ হয়ে যায়।
 
Quantcast