দংশন
উন্মাদ বাতাসের হিল্লোল চুরে
রাতের বাতায়ন কেঁপে চলা ঝিল্লী
পাগল ধরিয়ে যায় ঘাসে ঘাসে
চাপা পড়ে ভয় শেয়ালের ডাক
বনবাদাড়ের মাঝে ভুতুড়ে ঝিল
দুলে যায় ফাঁকা দোলনার আওয়াজ
ছায়াবাজির কোমরে হাত রাখতেই
শিউরে ওঠে কালো বিড়াল চোখে
স্নায়ুমন্ডলীর অবশ শব্দ একরত্তি
হেমন্তের শিয়রে আধমরা নীলকুঠি
আওড়ে যাওয়া কৃত্তিবাসী রামায়ণ
চাবুকের মত খাড়া উদ্যত সরুর
ওৎ পেতে থাকা লকলকে
বিষাক্ত শরীর মুখোমুখি ক্রূর
আফ্রিকা উপচে আগুন মাখা
কশেরুকায় শীতল ত্রাস দাঁড়ানো
ছোবলে আগাছা দেওয়াল খসায়
যখনই নরম বুকে হায়েনা মুখ
ক্ষণিক পুতুলের স্বাদ ভেবে
অহম রসনার জোনাকী উড়িয়েছি
রাতের বাতায়ন কেঁপে চলা ঝিল্লী
পাগল ধরিয়ে যায় ঘাসে ঘাসে
চাপা পড়ে ভয় শেয়ালের ডাক
বনবাদাড়ের মাঝে ভুতুড়ে ঝিল
দুলে যায় ফাঁকা দোলনার আওয়াজ
ছায়াবাজির কোমরে হাত রাখতেই
শিউরে ওঠে কালো বিড়াল চোখে
স্নায়ুমন্ডলীর অবশ শব্দ একরত্তি
হেমন্তের শিয়রে আধমরা নীলকুঠি
আওড়ে যাওয়া কৃত্তিবাসী রামায়ণ
চাবুকের মত খাড়া উদ্যত সরুর
ওৎ পেতে থাকা লকলকে
বিষাক্ত শরীর মুখোমুখি ক্রূর
আফ্রিকা উপচে আগুন মাখা
কশেরুকায় শীতল ত্রাস দাঁড়ানো
ছোবলে আগাছা দেওয়াল খসায়
যখনই নরম বুকে হায়েনা মুখ
ক্ষণিক পুতুলের স্বাদ ভেবে
অহম রসনার জোনাকী উড়িয়েছি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।