www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রস্তাবনা (গণতন্ত্র)

গাঁজাখুরি নয় গণতন্ত্র গ্যাসের ট্যাবলেট
জলের সাথে মিশিয়ে দু’মিনিটে উধাও,
তাইতো বলি উঠতি ছোঁড়াছুঁড়ির দল
গলা সেধে একটা গণতান্ত্রিক গান গাও!
ভোটাধিকার প্রয়োগের শুকনো দানাদার
ব্যাস ঐটুকুই…আবার কিরকম আবদার,
অন্য মিঠাই ভালো নয় বাড়ি চলো এবার!
এই দোষে নায়কেরা হলেন গণনায়ক,
শক্তি গণশক্তি-পরিষদ হল গণপরিষদ
এখানে যে সৎকার করে সে গনৎকার,
ঊরিব্বাস ধর্ষণও এখানে গর্বী গণধর্ষণ!
সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ
যদি তোর ডাকটা তো একবার শুনিয়ে দেখো
গাণিতিক উপায়ে পাশে এসে দাঁড়াবো,
কথা দিলাম একশো কোটির রোষের আঁচ
চারিয়ে-চুরিয়ে ভাগাভাগি করে খাবো,
অ-গণতান্ত্রিক বললে কিন্তু ডেমোক্র্যাটিক অ্যাকশন নোবো!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast