সুমন্ত চ্যাটার্জী
সুমন্ত চ্যাটার্জী-এর ব্লগ
-
শুকনো ঝরাপাতার ওপর আলসে
অস্তাচলের লালিমা শরীরে
জড়িয়ে বাসন্তী রবিবারের বিকেল
নরম ঘুমিয়েছিল [বিস্তারিত] -
উন্মাদ বাতাসের হিল্লোল চুরে
রাতের বাতায়ন কেঁপে চলা ঝিল্লী
পাগল ধরিয়ে যায় ঘাসে ঘাসে
চাপা পড়ে ভয় শেয়ালের ডাক [বিস্তারিত] -
দুঃসংবাদের তীব্রতা শিরায় শিরায়
ছড়িয়ে পড়েছিল প্যারিসের রাস্তাময়,
একরাশ শূন্যতা শুধু বেলজিয়াম-ফেরত
উদ্ধত বাহুপাশের নাগালে- [বিস্তারিত] -
এক এক করে ছিঁড়েছে সমাজ
জীর্ণ যোগাযোগের সব সুতো
এ পুতুল আর নাচেনা
পুড়ন্ত মঞ্চের মাঝে চুর [বিস্তারিত] -
তলিয়ে যাচ্ছি কোনো অতল আঁধারে
অসহায়ের অস্ফুট আর্তনাদে
শীতল চোরাপাঁকে মৃত্যু গন্ধ পাক
খেয়ে গেছে শকুনের লোলুপ নজর [বিস্তারিত] -
চারপাশে আবছা নীরবতার আড়াল
সরিয়ে উষ্ণ রাতের চোরাবাঁকে
গুমোট ঘেরাটোপের চোখে ধুলো দেওয়া
গৃহবন্দী শরীর স্ট্যানলিভিলের দিকে [বিস্তারিত] -
ব্যতিক্রমী ব্যঞ্জনার রাস্তায় দেখেছি
শব্দেরা কবিতাখানার সামনে
মোড়া পেতে বসে পান চিবোয়;
এদেরও একসময় যৌবন ছিল-গতর ছিল, [বিস্তারিত] -
মধ্যপ্রদেশের জনপাও পাহাড়ের কোথাও
নিম্নবিত্ত পরিবারে জন্ম,
কৈশোর থেকে যৌবন বয়ে যাওয়ার
শিলাময় পথে তৈরী হয় বহু কন্দর। [বিস্তারিত] -
কালকুঠুরির হিজিবিজি সুড়ঙ্গের সম্ভোগরেখা
থেকে সূক্ষ শীর্ণ মান্দাস মিলিয়ে
উত্তপ্ত পাতালের অতল তামসে,
রক্তচলাচলে ছেদচিহ্ন-জেহাদের সূত্রপাত [বিস্তারিত] -
আলাদা কি আছে এইরাতে?
কোথায় কোথায় সব
উচ্ছ্বাস-উন্মাদনার জোয়ার
রাতকানা বিড়ির গোলার্ধ [বিস্তারিত] -
ঠোঙা উপচে পড়া পপকর্নের দেশ,
স্বল্পবসনা মোহ চঞ্চল
বুকের নরম ওঠানামা
আর রোমহীন শরীরের নিঃশ্বাস [বিস্তারিত] -
নেশায় চুর হয়ে হেসে চুরমার
ক্রিসমাসের রাস্তায় আমুদে জনতার ঢল,
চোয়াল অবশ, চোখে আসে জল
তবুও রক্তাক্ত বিষয় যেন হাসির খোরাক! [বিস্তারিত] -
শুকনো আগুন যখন
কলকে উপচে লাল ছলকে পড়ে
তাকে জীবন বলি
বাউল গানের সুরে [বিস্তারিত] -
মানিব্যাগটা কুড়িয়ে পাওয়া গেছিল
শালবনীর জঙ্গলে
রক্ত আর ধুলোমাখা জমি জরিপের সময়,
নীরবে লুকিয়ে রাখা হয়েছিল [বিস্তারিত] -
রাত জেগে পাতার পর পাতা
অশ্লীল কবিতা
উগরে চলে কামনার আকর
বাইরে গোলাগুলি-লাঠিচার্জ-উড়ছে পতাকা [বিস্তারিত]
- ১
- ২