আমার সাহিত্য ভাবনা
আমার সাহিত্য ভাবনা
😪😪😪🌏🌏🌏
সাহিত্যের হাতে আমার জীয়ন কাঠি, আবার এর হাতেই আমার মরণকাঠি!
বিস্মিত হচ্ছেন তো হওয়ারই কথা, বাবার কাছে সাহিত্যের হাতে খড়ি, ওমা যে শিশুটি তখনো গুছিয়ে কথা বলতে পারেনা, তাকে উনি শ্রীকান্ত প্রথম পর্ব শুনিয়ে দুপুরের ভাত ঘুমে ঢলে পড়ছেন, বুঝে না বুঝে একভীতিমিশ্রিত জগত ভেসে উঠে শিশুর জাগ্রত ও ঘুমন্ত মানসপটে, ঘুমের মাঝে সে দেখে মৃত নাদুসনুদুস শিশুদের লাশ...
যাইহোক সেই শুরু তারপর সাহিত্যের বিশাল জগতে সে একটু একটু করে ঢুকে পড়ে, এবং নিজেকে একজন বিশুদ্ধ, বিনম্র, মানবিক প্রেমিক হিসাবে আবিষ্কার করে, এই তো সর্বনাশের শুরু, তাই প্রথম প্রেমের ঘোর আজও কাটেনা, অথচ সেই প্রেমকে আঁকড়ে ধরে কাটিয়ে দেয় জীবনের অনন্য ২০টি বছর...
সাহিত্যের প্রেমে প্রতারণা থাকেনা, বিস্মৃতি থাকেনা, লোভ থাকেনা, সে যে শর্তহীন, শাশ্বত! কিন্ত বাস্তবের জমিনে স্যাঁতসেঁতে অতিবৃষ্টি, জলাবদ্ধতা, বন্যা, ঘূর্নাবর্ত,খরা... তাই ঘোর ভেঙে যায় সময়ের ঘূর্ণনে...
এরপর প্রেমের নামে জীবনে ভীড় করে খড়কুটো, আবর্জনা, সেসময়ে সাহিত্যে আমাদের সেইসব কথা খোলাসা করে বলা থাকতোনা, তাই প্লেটোনিক প্রেম একদিন মুখ থুবড়ে পড়ে বাস্তবতার আস্তাকুঁড়েতে....ইতিহাসের স্বপ্নভঙ্গের মতো...তাই সাহিত্য অভিমান করে সেল্ফে মুখগুঁজে কাঁদে, আমার আর তাদের শরীর থেকে ধুলোঝেড়ে অভিমান ভাঙ্গানো হয়না...
😪😪😪🌏🌏🌏
সাহিত্যের হাতে আমার জীয়ন কাঠি, আবার এর হাতেই আমার মরণকাঠি!
বিস্মিত হচ্ছেন তো হওয়ারই কথা, বাবার কাছে সাহিত্যের হাতে খড়ি, ওমা যে শিশুটি তখনো গুছিয়ে কথা বলতে পারেনা, তাকে উনি শ্রীকান্ত প্রথম পর্ব শুনিয়ে দুপুরের ভাত ঘুমে ঢলে পড়ছেন, বুঝে না বুঝে একভীতিমিশ্রিত জগত ভেসে উঠে শিশুর জাগ্রত ও ঘুমন্ত মানসপটে, ঘুমের মাঝে সে দেখে মৃত নাদুসনুদুস শিশুদের লাশ...
যাইহোক সেই শুরু তারপর সাহিত্যের বিশাল জগতে সে একটু একটু করে ঢুকে পড়ে, এবং নিজেকে একজন বিশুদ্ধ, বিনম্র, মানবিক প্রেমিক হিসাবে আবিষ্কার করে, এই তো সর্বনাশের শুরু, তাই প্রথম প্রেমের ঘোর আজও কাটেনা, অথচ সেই প্রেমকে আঁকড়ে ধরে কাটিয়ে দেয় জীবনের অনন্য ২০টি বছর...
সাহিত্যের প্রেমে প্রতারণা থাকেনা, বিস্মৃতি থাকেনা, লোভ থাকেনা, সে যে শর্তহীন, শাশ্বত! কিন্ত বাস্তবের জমিনে স্যাঁতসেঁতে অতিবৃষ্টি, জলাবদ্ধতা, বন্যা, ঘূর্নাবর্ত,খরা... তাই ঘোর ভেঙে যায় সময়ের ঘূর্ণনে...
এরপর প্রেমের নামে জীবনে ভীড় করে খড়কুটো, আবর্জনা, সেসময়ে সাহিত্যে আমাদের সেইসব কথা খোলাসা করে বলা থাকতোনা, তাই প্লেটোনিক প্রেম একদিন মুখ থুবড়ে পড়ে বাস্তবতার আস্তাকুঁড়েতে....ইতিহাসের স্বপ্নভঙ্গের মতো...তাই সাহিত্য অভিমান করে সেল্ফে মুখগুঁজে কাঁদে, আমার আর তাদের শরীর থেকে ধুলোঝেড়ে অভিমান ভাঙ্গানো হয়না...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবিদ হাসান রাজন ০৮/১১/২০২৪আসাধারন
-
শ.ম. শহীদ ২৯/১০/২০২৪অসাধারণ উপলব্ধির প্রকাশ।
-
ইকরামুল শামীম ২৮/১০/২০২৪পাঠে মুগ্ধ হলাম। শুভেচ্ছা রইল
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/১০/২০২৪সুন্দর