আপন না হও তুমি পর তো হবে
আমার কাছে চোখের জল একটু বেশীই দামী
সে হোক তোমার অথবা আমার
কিছুই করিনি তোমার জন্যে
তুমিও করোনি কিছু আমার জন্যে-
তাহলে কি পার করেছি এক অর্থহীন,
অনুতপাদনশীল ব্যর্থ সময়?
কোনো উপসংহারে আসবোনা
অতোটা মেধা নেই আমার এই সংজ্ঞায়নের
সময় মতো বেছে নিতে হয় সুন্দরকে
অসুন্দরকে দিতে হয় বিদায়
সিদ্ধান্ত সমসাময়ীক না হলে
মৃত্যু অথবা ধ্বংস হয়ে থাকে নির্ধারিত
বেছে নাও কি নেবে তুমি...
সে হোক তোমার অথবা আমার
কিছুই করিনি তোমার জন্যে
তুমিও করোনি কিছু আমার জন্যে-
তাহলে কি পার করেছি এক অর্থহীন,
অনুতপাদনশীল ব্যর্থ সময়?
কোনো উপসংহারে আসবোনা
অতোটা মেধা নেই আমার এই সংজ্ঞায়নের
সময় মতো বেছে নিতে হয় সুন্দরকে
অসুন্দরকে দিতে হয় বিদায়
সিদ্ধান্ত সমসাময়ীক না হলে
মৃত্যু অথবা ধ্বংস হয়ে থাকে নির্ধারিত
বেছে নাও কি নেবে তুমি...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ২৮/১১/২০২৪অসম্ভব সুন্দর ।
-
কে. পাল ২২/০৮/২০২৪সুন্দর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/০৮/২০২৪দারুণ
-
ফয়জুল মহী ১৪/০৮/২০২৪চমৎকার লিখেছেন কবি। একরাশ মুগ্ধতা।
-
আলমগীর সরকার লিটন ১৩/০৮/২০২৪বেশ ভাবনাময়
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১২/০৮/২০২৪সুন্দর েলখা।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৮/২০২৪বেশ