কতিপয় কাপুরুষ -২
কতিপয় কাপুরুষ
*************
আবরার সাহেব একজন প্রৌঢ় পুরুষ! যৌবনে গলাবাজি আর শারীরিক শক্তিতে ছিলেন বেপরোয়া, আজকাল শরীরটা তেমন ভালো যাচ্ছেনা, নাকি অন্য কিছু, তার নির্জনতাকে খানখান করে চারদিকে উঠছে বহুতল অবৈধ ভবন, আইন প্রশাসন নিষ্ক্রিয়, এর কারণ আমরা সবাই জানি।
পাঁচিলের বাইরে একটি ফলবান নারিকেল গাছ, গাছ বোঝাই ডাব-নারিকেল, সকলের দৃষ্টি, লোভী চোখ ঘিরে আছে গাছটিকে, আবরার সাহেব মূলত একটি ফলও খেতে পারেননি, বহু যত্নে গাছটিকে এমন ফলবান করেছেন তিনি।
গতকাল রাতে ঝুম বৃষ্টি ছিলো, একটু আগেভাগেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি, ঘুমটাও ছিলো শীতল আবহাওয়ায় গভীর।
এলাকার উঠতি চোরেরা এই সুযোগে গাছ খালি করায় লেগে পড়লো, সাকুল্যে ৩০ /৩৫ টি ডাব নারিকেল হবে, বাজারদর ডাব প্রতি ১০০/১২০ টাকা, দুইদলে বিভক্ত হয়ে মারামারি হলো, মাথা ফাটিয়ে একজনের মৃত্যু, সকাল ১০টায় পুলিশ এলো...।
আবরার সাহেবের চেহারায় প্রথমে শংকার ছাপ পড়ে, পরে জানা গেলো, এলাকার ছিঁচকে চোর যাদের তিনি প্রায়ই চোখে চোখে রাখতেন, যারা তাঁর সাথে বহুবার বেয়াদবি করেছে তাঁর বয়সকে উপেক্ষা করে, তাদের একজনের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে,চারিদিকে প্রিয়জনের হাহাকার...।
আবরার সাহেবের বুক থেকে একটা বড় দীর্ঘশ্বাস বের হয়ে এলো, ঠিক বোঝা গেলনা একি স্বস্তিতে না শোকে...!
*************
আবরার সাহেব একজন প্রৌঢ় পুরুষ! যৌবনে গলাবাজি আর শারীরিক শক্তিতে ছিলেন বেপরোয়া, আজকাল শরীরটা তেমন ভালো যাচ্ছেনা, নাকি অন্য কিছু, তার নির্জনতাকে খানখান করে চারদিকে উঠছে বহুতল অবৈধ ভবন, আইন প্রশাসন নিষ্ক্রিয়, এর কারণ আমরা সবাই জানি।
পাঁচিলের বাইরে একটি ফলবান নারিকেল গাছ, গাছ বোঝাই ডাব-নারিকেল, সকলের দৃষ্টি, লোভী চোখ ঘিরে আছে গাছটিকে, আবরার সাহেব মূলত একটি ফলও খেতে পারেননি, বহু যত্নে গাছটিকে এমন ফলবান করেছেন তিনি।
গতকাল রাতে ঝুম বৃষ্টি ছিলো, একটু আগেভাগেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি, ঘুমটাও ছিলো শীতল আবহাওয়ায় গভীর।
এলাকার উঠতি চোরেরা এই সুযোগে গাছ খালি করায় লেগে পড়লো, সাকুল্যে ৩০ /৩৫ টি ডাব নারিকেল হবে, বাজারদর ডাব প্রতি ১০০/১২০ টাকা, দুইদলে বিভক্ত হয়ে মারামারি হলো, মাথা ফাটিয়ে একজনের মৃত্যু, সকাল ১০টায় পুলিশ এলো...।
আবরার সাহেবের চেহারায় প্রথমে শংকার ছাপ পড়ে, পরে জানা গেলো, এলাকার ছিঁচকে চোর যাদের তিনি প্রায়ই চোখে চোখে রাখতেন, যারা তাঁর সাথে বহুবার বেয়াদবি করেছে তাঁর বয়সকে উপেক্ষা করে, তাদের একজনের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে,চারিদিকে প্রিয়জনের হাহাকার...।
আবরার সাহেবের বুক থেকে একটা বড় দীর্ঘশ্বাস বের হয়ে এলো, ঠিক বোঝা গেলনা একি স্বস্তিতে না শোকে...!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/০৭/২০২৪সুন্দর ভাবনা
-
জে এস এম অনিক ০৩/০৭/২০২৪দারুণ
-
আলমগীর সরকার লিটন ০৩/০৭/২০২৪আমাদের এরকমী হয় বুঝে উঠতে পারি না