আজ সকালে
আজ সকালে কেন জানিনে ভীষণ মনে পড়ছে তোমাকে-
মনের আর দোষ কি ?
কতো কিছুই তো তার মনে পড়ে---
দলবেঁধে রঙ্গীণ মানুষগুলো কেমন হাসি মুখে
কল্লোল করে চলে যাচ্ছে -
আমিও একদিন এই দলের একজন ছিলাম
সপ্তাহ ভরে নানা পরিকল্পনা- কেনাকাটা
রঙ্গের সাথে রং মেলানো;
কল্পনার গায়ে
সুখের আবীর কেবল ছড়িয়ে ছড়িয়ে যাওয়া---
আমরা দুই মেরুর দু'জন
বেশ ঝগড়া ঝগড়া খেলে কাটিয়ে দিয়েছিলাম
পাঁচ পাঁচটি রঙ্গীণ বসন্ত-
এমনি দিনে দেখা হয়েছিলো আমার প্রিয়বন্ধু মিলকীর সাথে
এমনই একটি মেলায়,
তুমি বিস্ফারিত চোখে বলে ফেললে,
''এমন একজন নারীকে আমি আজীবন খুঁজছিলাম''
অমনি আমি ভেতরে ভেতরে শুকিয়ে সাহারা হয়ে গেলাম-
যেনো ঝরে পড়লাম বিবর্ণ পাতার মতো -
হ্যাঁ,এর আগেও তুমি আর একদিন বলেছিলে,
''বলিউডের অমুক নায়ীকার মতো সুন্দর নারী তুমি কখনো দেখনি''
দূরবর্তি মানুষ তাই আমি উড়িয়ে দিয়েছি
রসিকতা ভেবে -
হ্যা, আমি জনি যে আমার পলি মাটির মতো রং,
খর্বকায় শরীর...
আমি কিভাবে ইঁদুর দৌড়ে জিতে যাবো 'অমুক চলচ্চিত্র-নারী'র সাথে ?
আজকের এমন কোনো দিনে খুব জানতে সাধ যায়-
তুমি কি সেই নারীকে কোথাও খুঁজে পেলে ...
মনের আর দোষ কি ?
কতো কিছুই তো তার মনে পড়ে---
দলবেঁধে রঙ্গীণ মানুষগুলো কেমন হাসি মুখে
কল্লোল করে চলে যাচ্ছে -
আমিও একদিন এই দলের একজন ছিলাম
সপ্তাহ ভরে নানা পরিকল্পনা- কেনাকাটা
রঙ্গের সাথে রং মেলানো;
কল্পনার গায়ে
সুখের আবীর কেবল ছড়িয়ে ছড়িয়ে যাওয়া---
আমরা দুই মেরুর দু'জন
বেশ ঝগড়া ঝগড়া খেলে কাটিয়ে দিয়েছিলাম
পাঁচ পাঁচটি রঙ্গীণ বসন্ত-
এমনি দিনে দেখা হয়েছিলো আমার প্রিয়বন্ধু মিলকীর সাথে
এমনই একটি মেলায়,
তুমি বিস্ফারিত চোখে বলে ফেললে,
''এমন একজন নারীকে আমি আজীবন খুঁজছিলাম''
অমনি আমি ভেতরে ভেতরে শুকিয়ে সাহারা হয়ে গেলাম-
যেনো ঝরে পড়লাম বিবর্ণ পাতার মতো -
হ্যাঁ,এর আগেও তুমি আর একদিন বলেছিলে,
''বলিউডের অমুক নায়ীকার মতো সুন্দর নারী তুমি কখনো দেখনি''
দূরবর্তি মানুষ তাই আমি উড়িয়ে দিয়েছি
রসিকতা ভেবে -
হ্যা, আমি জনি যে আমার পলি মাটির মতো রং,
খর্বকায় শরীর...
আমি কিভাবে ইঁদুর দৌড়ে জিতে যাবো 'অমুক চলচ্চিত্র-নারী'র সাথে ?
আজকের এমন কোনো দিনে খুব জানতে সাধ যায়-
তুমি কি সেই নারীকে কোথাও খুঁজে পেলে ...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ১৪/০৪/২০১৪
নতুন বছরের শুভেচ্ছা রইল, প্রিয় সুমন ।