তার জন্যে
সে শুদ্ধ করে বলার চেষ্টা করে
"আমার ঘর গেইছেন ?"
আমার কাছে উত্তর ছিলো না
আশ্বাস দেই শীঘ্রই যাবো
তার কোনো বাড়ি নেই
তার আছে ঘর -
আট-দশজন মানুষ -একঘরে পশুর মতো গাদাগাদি করে থাকা
শরণার্থীরা বাড়ি চেনে না ,তা্রা চেনে শেড
বয়স কতো হবে, সাত কি আট-
নিরাপত্তা কর্মীদের চোখ ফাকি দিয়ে গৃহকর্মী নাগরিক বাড়ীতে -
তার আকুল চোখে বেশীক্ষণ চোখ রাখতে পারিনে,
আমার কানে প্রতিধ্বণিত হয় "আমার ঘর গেইছেন ...... ?"
তার থেকে ভারী বোঝা তার মাথায়
সে দেশ বোঝে না -বোঝে না রাজনীতি
সে শুধু জানে,"আমার ঘর গেইছেন ?"
তাকে আমার কিছু দেওয়ার ছিলো না ...
দিতে পারি একটু আশ্বাস...
দিতে পারি ওর কপালে আমার হাজার একটা চুম্বন...
"আমার ঘর গেইছেন ?"
আমার কাছে উত্তর ছিলো না
আশ্বাস দেই শীঘ্রই যাবো
তার কোনো বাড়ি নেই
তার আছে ঘর -
আট-দশজন মানুষ -একঘরে পশুর মতো গাদাগাদি করে থাকা
শরণার্থীরা বাড়ি চেনে না ,তা্রা চেনে শেড
বয়স কতো হবে, সাত কি আট-
নিরাপত্তা কর্মীদের চোখ ফাকি দিয়ে গৃহকর্মী নাগরিক বাড়ীতে -
তার আকুল চোখে বেশীক্ষণ চোখ রাখতে পারিনে,
আমার কানে প্রতিধ্বণিত হয় "আমার ঘর গেইছেন ...... ?"
তার থেকে ভারী বোঝা তার মাথায়
সে দেশ বোঝে না -বোঝে না রাজনীতি
সে শুধু জানে,"আমার ঘর গেইছেন ?"
তাকে আমার কিছু দেওয়ার ছিলো না ...
দিতে পারি একটু আশ্বাস...
দিতে পারি ওর কপালে আমার হাজার একটা চুম্বন...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ০৯/১১/২০১৩
-
সায়েম খান ০৪/১১/২০১৩চমৎকার একটি কবিতা উপহার দেয়ার জন্য কবিকে ধন্যবাদ।
-
দাদা মুহাইমিন চৌধূরী ০২/১১/২০১৩অসাধারন লেখা। পড়ে মন খারাপ লাগল যদিও
-
দীপঙ্কর বেরা ০২/১১/২০১৩বাস্তব চিত্র । সুন্দর উপস্থাপনা ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০২/১১/২০১৩বাস্তবতা মাখা করুন চিত্রের উপস্থাপন।সত্যিই খুবই গভীর এর বিশ্লেষণ।বুকের গভীর থেকে একরাশ নিঃশ্বাস নিঃশব্দে বেড়িয়ে গেলো।ধন্যবাদ।শুভকামনা আপনার জন্য সবসময়।
-
মীর শওকত ০২/১১/২০১৩খুব সুন্দরভাবে মনের আর্তি টাকে ফুটিয়ে তুলেছেন কলমের আঁচড়ে ।ভাল লাগল ।
অনেক বেশি সুন্দর হয়েছে প্রকাশটা ।
একেবারে ছুয়েঁ গেল ।
অনেক শুভেচ্ছা , প্রিয় ব্লগার ।।