প্রেম নয় এক অন্তর্গত বোধ
একযুগ বা আরো কিছুটা বেশী সময় একটু দীর্ঘ তাই না ?
আমিও দৈনন্দিনে হারিয়ে যাওয়া- খেইহারা মানুষ...
তোমার সাথে আবার দেখা হয়ে গেলো
আমাদের সন্তানরা হল্লা করে বেড়াচ্ছে চারদিকে ...
স্মৃতির মাঝে একেবারে হারিয়ে যাওয়া তুমি
একে একে প্রিয় ভাই-মা সবাই -
একেবারে চলে গেলো অসময়ের মধ্যে আমাকে একলা ফেলে ---
সেই একযুগ আগে তোমার সাথে রাত জেগে রাজনীতি-দর্শনের নির্দোষ আলোচনা
মফস্বলের কম আলো অল্পেতে অনেকরাত...
মায়ের সতর্ক গলা..."ইপ্সিতা"...যার অর্থ কেবল মা-মেয়েরই জানা ...
আমাদের আলোচনা তখন মধ্যগগনে---
যুক্তি-পাল্টা যুক্তির খেলা...
আমিও একমূহুর্ত দেরী করিনি
বাধ্যমেয়ের মতো উঠে পড়ি ।
এতোদিন পরে তুমি আমাকে খুঁজে বের করলে -
ঠিক যেইখানে একযুগ আগে আমাদের আলোচনা শেষ হয়ছিলো
ঠিক সেইখান থেকে শুরু করলে তুমি...
এও কি সম্ভব ?
আমার অন্তর্গত বিস্ময় আমাকে কেবল অভিভূত করে ...
আমিও দৈনন্দিনে হারিয়ে যাওয়া- খেইহারা মানুষ...
তোমার সাথে আবার দেখা হয়ে গেলো
আমাদের সন্তানরা হল্লা করে বেড়াচ্ছে চারদিকে ...
স্মৃতির মাঝে একেবারে হারিয়ে যাওয়া তুমি
একে একে প্রিয় ভাই-মা সবাই -
একেবারে চলে গেলো অসময়ের মধ্যে আমাকে একলা ফেলে ---
সেই একযুগ আগে তোমার সাথে রাত জেগে রাজনীতি-দর্শনের নির্দোষ আলোচনা
মফস্বলের কম আলো অল্পেতে অনেকরাত...
মায়ের সতর্ক গলা..."ইপ্সিতা"...যার অর্থ কেবল মা-মেয়েরই জানা ...
আমাদের আলোচনা তখন মধ্যগগনে---
যুক্তি-পাল্টা যুক্তির খেলা...
আমিও একমূহুর্ত দেরী করিনি
বাধ্যমেয়ের মতো উঠে পড়ি ।
এতোদিন পরে তুমি আমাকে খুঁজে বের করলে -
ঠিক যেইখানে একযুগ আগে আমাদের আলোচনা শেষ হয়ছিলো
ঠিক সেইখান থেকে শুরু করলে তুমি...
এও কি সম্ভব ?
আমার অন্তর্গত বিস্ময় আমাকে কেবল অভিভূত করে ...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৭/১০/২০১৩চমৎকার লিখেছেন।তবে আমি গভীরত্ব কম বুঝি বলে বেশী গভীরে প্রবেশ করতে পারলাম না।
-
আরজু নাসরিন পনি ২৭/১০/২০১৩ওয়াও !
দারুণ !
শেষ থেকে আবার নতুন করে ...না না নতুন বলছি কেন, সেই থেকেই আবার শুরু...
আমার আমাদের লক্ষণ রেখা কবে যে অতিক্রম করে নিজেদের মতো করে মুক্তির স্বাদ নিতে পারবো ?!
মায়েদের দুশ্চিন্তা, সমাজের চোখে হেয় হয়ে উঠা...এসব থেকে আদৌ মুক্তি মিলবে কি না জানি না...তবে আমাদের স্মৃতিগুলো দারুণ করে আমাদের মাতিয়ে রাখে...রেখে দেয় আলগোছে মনের গহীনে...সেখান থেকে ফুরুৎ করে বেরিয়ে জানান দেয়, এই তো সুমন দেখো...আমি আছি কিন্তু...
---------
গতকাল সারাদিন প্রচন্ড ব্যস্ততায় শুধু পোস্ট পাবলিশ করে ভেগেছি ।
আজকে কিছুটা চেষ্টা করলাম পছন্দের ব্লগটিতে সময় দিতে ।
আর সেই সাথে আপনার দারুণ একটা লেখাও গরম গরম পেয়ে গেলাম...দিনটা ভালোই কাটবে মনে হচ্ছে ।
অনেক শুভেচ্ছা, প্রিয় সুমন ।।