চায়ের টেবিলের ব্যর্থ আলোচনা
আমি কোনো সৃস্টিরহস্য জানিনা...
বলা যায় নিতান্তই অজ্ঞ আমি
এই বৈচিত্রের গুঢ় কারণ ভেদ করার মেধা আমার নেই
তুমি পঙ্গু
তুমি নারী
তুমি অসহায় শিশু
জাতিগত স্ংখ্যালঘু-
উদ্বাস্তু-
তুমি যাই হও না কেনো
আমার সর্বগ্রাসী ঘৃণা তোমাকে কতটুকু স্পর্শ করে
তা কি তোমার বেঁচে থাকাকে অসহনীয় করে তোলে
তুমি শিকার হও তিলে তিলে অনিবারয্য মৃত্যুর
তুমি বেছে নাও হণনের পথ...
আমি তোমাকে এতোটা ভালো নাই বা বাসতে পারি
কে দিলো তোমাকে এমন ঘৃণা করার অধিকার ?
তত্ত্বগুলো মাথায় নিয়ে ঘরে ফিরি
পৃথিবী কি এগুচ্ছে ?
সবই কি চায়ের টেবিলের ব্যর্থ খোশ-গল্প ...
নাকি সবই এগোয় তার নিজস্ব গতিতে?
বলা যায় নিতান্তই অজ্ঞ আমি
এই বৈচিত্রের গুঢ় কারণ ভেদ করার মেধা আমার নেই
তুমি পঙ্গু
তুমি নারী
তুমি অসহায় শিশু
জাতিগত স্ংখ্যালঘু-
উদ্বাস্তু-
তুমি যাই হও না কেনো
আমার সর্বগ্রাসী ঘৃণা তোমাকে কতটুকু স্পর্শ করে
তা কি তোমার বেঁচে থাকাকে অসহনীয় করে তোলে
তুমি শিকার হও তিলে তিলে অনিবারয্য মৃত্যুর
তুমি বেছে নাও হণনের পথ...
আমি তোমাকে এতোটা ভালো নাই বা বাসতে পারি
কে দিলো তোমাকে এমন ঘৃণা করার অধিকার ?
তত্ত্বগুলো মাথায় নিয়ে ঘরে ফিরি
পৃথিবী কি এগুচ্ছে ?
সবই কি চায়ের টেবিলের ব্যর্থ খোশ-গল্প ...
নাকি সবই এগোয় তার নিজস্ব গতিতে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৬/১০/২০১৩চমৎকার গভীর তাৎপর্য পূর্ণ কবিতা।সত্যিই অসাধারণ লিখেছেন।হৃদয়ের মর্মস্পর্শী কবিতা।ধন্যবাদ কবিতা র জন্য।শুভকামনা সবসময়।
-
আরজু নাসরিন পনি ২৬/১০/২০১৩চেতনা বিশ্বাসীরা চেতনার কথা বলে যাচ্ছে ঠিকই...তাদের ঘরেই রয়েছে নারীর নীরব দীর্ঘশ্বাস ।
যে নারী হাসি মুখে সভায় যোগদান করে চেতনাবিশ্বাসীদের সাথে...
প্রশ্নটা খুব ধারালো...কে দিলো তোমাকে এমন ঘৃণা করার অধিকার ?
তবুও আশায় এগিয়ে যাওয়া...
অভিলাষি মন চন্দ্রে না পাক জ্যোৎস্নায় পাক ঠাঁই...
কিছুটাতো চাই, কিছুটাতো চাই ।
শুভ সকাল সুমন ।
মনে মনে নতুন একটা লেখা আপনার কাছ থেকে আশা করছিলাম ।
পেয়ে ভালো লাগছে ।
অনেক ভালো কাটুক সময় গুলো ।। -
জহির রহমান ২৫/১০/২০১৩আমি তোমাকে এতটা ভালো নাই বা বাসতে পারি
কে দিলো তোমাকে এমন ঘৃণা করার অধিকার ?
- সুন্দর লিখেছেন। -
suman ২৫/১০/২০১৩আপনাকে স্বাগতম ...ভালো থাকবেন ...সাথে থাকবেন ...
-
אולי כולנו טועים ২৫/১০/২০১৩খুব সুন্দর ll