www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চায়ের টেবিলের ব্যর্থ আলোচনা

- suman
আমি কোনো সৃস্টিরহস্য জানিনা...
বলা যায় নিতান্তই অজ্ঞ আমি
এই বৈচিত্রের গুঢ় কারণ ভেদ করার মেধা আমার নেই
তুমি পঙ্গু
তুমি নারী
তুমি অসহায় শিশু
জাতিগত স্ংখ্যালঘু-
উদ্বাস্তু-
তুমি যাই হও না কেনো
আমার সর্বগ্রাসী ঘৃণা তোমাকে কতটুকু স্পর্শ করে
তা কি তোমার বেঁচে থাকাকে অসহনীয় করে তোলে
তুমি শিকার হও তিলে তিলে অনিবারয্য মৃত্যুর
তুমি বেছে নাও হণনের পথ...
আমি তোমাকে এতোটা ভালো নাই বা বাসতে পারি
কে দিলো তোমাকে এমন ঘৃণা করার অধিকার ?
তত্ত্বগুলো মাথায় নিয়ে ঘরে ফিরি
পৃথিবী কি এগুচ্ছে ?
সবই কি চায়ের টেবিলের ব্যর্থ খোশ-গল্প ...
নাকি সবই এগোয় তার নিজস্ব গতিতে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার গভীর তাৎপর্য পূর্ণ কবিতা।সত্যিই অসাধারণ লিখেছেন।হৃদয়ের মর্মস্পর্শী কবিতা।ধন্যবাদ কবিতা র জন্য।শুভকামনা সবসময়।
    • suman ২৬/১০/২০১৩
      কবি
      কৃতজ্ঞতা গভীর মনোযোগের জন্যে ...এটি আমার বেদনাদায়ক উপলব্ধিজাত ...আপনার সহমত পোষন মানবতার পক্ষের শক্তির জয় নিশ্চিত করবে today or tomorrow long ....
      আপনাকে স্বাগতম ...ভালো থাকবেন ...সাথে থাকবেন ...
      • কবিতা র মতো আপনার মন্তব্যও আমার খুব ভালো লাগলো।খুবই খুশি হবো যদি আমার আজকের আয়োজনে আপনার উপস্থিতি পেলে।
        • suman ০৩/১১/২০১৩
          কবি
          আজই অবশ্যই আসবো ...
  • আরজু নাসরিন পনি ২৬/১০/২০১৩
    চেতনা বিশ্বাসীরা চেতনার কথা বলে যাচ্ছে ঠিকই...তাদের ঘরেই রয়েছে নারীর নীরব দীর্ঘশ্বাস ।
    যে নারী হাসি মুখে সভায় যোগদান করে চেতনাবিশ্বাসীদের সাথে...

    প্রশ্নটা খুব ধারালো...কে দিলো তোমাকে এমন ঘৃণা করার অধিকার ?

    তবুও আশায় এগিয়ে যাওয়া...
    অভিলাষি মন চন্দ্রে না পাক জ্যোৎস্নায় পাক ঠাঁই...
    কিছুটাতো চাই, কিছুটাতো চাই ।

    শুভ সকাল সুমন ।

    মনে মনে নতুন একটা লেখা আপনার কাছ থেকে আশা করছিলাম ।
    পেয়ে ভালো লাগছে ।
    অনেক ভালো কাটুক সময় গুলো ।।
    • suman ২৬/১০/২০১৩
      শুভ সকাল আপনাকেও আরজু...এই সুবাদে আপনার কাছ থেকে পেলাম সুচিন্তিত আর committed দীর্ঘ মন্তব্য ...আমার খুব পছন্দের চরণ : অভিলাষী মন চন্দ্রে না পাক জোত্স্নায় পাক ঠাঁই ........আমি কৃতজ্ঞ ...এই লেখাটি আমি খুব কাছ থেকে অনুভব করা কতোগুলি মর্মান্তিক ঘটনার পর্য্বেক্ষন থেকে লিখেছি ...তাই আমার বোধকে আপনাদের সাথে share করে নিতে চেয়েছি ...আমার বিশ্বাস মানুষের মনে এখনও গভীর মনুষ্যত্ব বোধ বেঁচে আছে ...যা আমাদের সভ্যতাকে বাঁচাবে ...
  • জহির রহমান ২৫/১০/২০১৩
    আমি তোমাকে এতটা ভালো নাই বা বাসতে পারি
    কে দিলো তোমাকে এমন ঘৃণা করার অধিকার ?

    - সুন্দর লিখেছেন।
    • suman ২৬/১০/২০১৩
      আমি কৃতজ্ঞ ...এই লেখাটি আমি খুব কাছ থেকে অনুভব করা কতোগুলি মর্মান্তিক ঘটনার পর্য্বেক্ষন থেকে লিখেছি ...তাই আমার বোধকে আপনাদের সাথে share করে নিতে চেয়েছি ...আমার বিশ্বাস মানুষের মনে এখনও গভীর মনুষ্যত্ব বোধ বেঁচে আছে ...যা আমাদের সভ্যতাকে বাঁচাবে ...
  • suman ২৫/১০/২০১৩
    আপনাকে স্বাগতম ...ভালো থাকবেন ...সাথে থাকবেন ...
  • אולי כולנו טועים ২৫/১০/২০১৩
    খুব সুন্দর ll
    • suman ২৬/১০/২০১৩
      আপনাকে স্বাগতম ...ভালো থাকবেন. ...সাথে থাকবেন...
 
Quantcast