এই জন্মদায়
দেবদারু গাছগুলো পাহাড়ের গায়ে এমন ভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে যেনো এখনই আকাশ ছুঁয়ে দেবে...আকাশে শরতের সফেদ নির্মল মেঘ ...বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না ...মনে হচ্ছে আর একটু ঘুমিয়ে নেই ...আমি একটু একটু করে চোখ খুলে আকাশটাকে আবার দেখে নিচ্ছি ...এখানে আমি বেড়াতে আসিনি ...কাজ সূত্রে আসা...রীতিমতো দু-আড়াইশো ঝানু প্রতিদ্বন্দীকে ডিঙ্গিয়ে আমার এই চাকুরী ...বাবা-মা'র ইচ্ছের বিরুদ্ধে আসা ...ওরা জানেন ওদের মানসিক support আমার খুব প্রয়োজন ...যদিও এখন বেশ বুঝি বড়রা আমাদের থেকে একটু বেশী বোঝেন ...আগে এটাকে অহেতুক কতৃত্ব মনে হোতো ...অমিকে যেদিন আমি অরার সাথে খুব ঘনিষ্ঠ্ভাবে আবিষকার করলাম ..আমি ক্রোধ আর অপমানে কাঁপছিলাম ...আমার ভেতরে তখন এক দ্বিতীয় মানুষ স্থান নিয়েছে ...তার যদি কোনো ক্ষতি হয় এই আশংকায় ম্রিয়মান হয়ে যাচ্ছিলো আমার সত্ত্বা ...কিভাবে যে কেটেছে সেই দূর্বিষহ দিনগুলো ...আমাদের পরিচয়,নৈকট্য,বিবাহ,সংসার সব কিছু প্রশ্ন্বোধক হয়ে সামনে এসে দাঁড়ায়...আজকাল মনে হয় অমিতের সাথে দেখা হলে একটি প্রশ্নের উত্তর জানতে চাইবো ,এই লুকোচুরির কি প্রয়োজন ছিলো ? কি প্রয়োজন ছিলো মিথ্যে সংসার নামক একটা সাইনবোর্ডকে ব্যবহার করার ? আমি কি অমিতের জন্যে এই প্রশ্নগুলো রাখছি ...নাকি মানুষের আত্মার কাছে ব্যর্থ হয়ে ফিরে আসছে আমার এই না পাওয়া উত্তর ...অমিতের সাথে আমার দেখা হওয়াটা আমার জন্য প্রীতিকর নয় ...কিন্তু আমার ভেতরে যে নতুন মানুষটি ঠাঁই নিয়েছে সে কি অমিতের মতোই একজন বিবেকহীন মানুষের পূনর্জন্মকে বহন করবে ? আমি আর ভাবতে পারছি না ...মানুষ আশা নিয়ে বাঁচে ...আমিও ভাবতে চাই আমার ভিতরের নতুন মানুষটিকে নিয়ে...অনাগত মানুষটিকে আমি গড়ে তুলবো পৃথিবীর সব মালিন্য থেকে মুক্ত করে ...একজন পরিপূর্ণ দায়ীত্ববান মানুষ হিসাবে ...আমি কি পারবো এই গুরু দায়ীত্ব একা একা মাথায় নিতে ? নাকি অন্য কোনো প্রলয় নস্যাত করে দেবে সবকিছু ...আমি হেরে যাবো না ...আমাকে যে একা একা অনেকটা পথ হাঁটতে হবে ...নারীজন্মের অনেক দায় আমার মাথার উপরে ...সবাইকে চিতকার করে বলতে ইচ্ছে করে ...তোমাদের যেনো একবার নারীজন্ম হয় ...একবার ...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১২/১০/২০১৩খুবই ভালোো লাগলো।চমৎকার বিষয় আপনি তুলে এনেছেন গল্পে।বলার ভঙ্গি দারুণ।পাঠক আকৃষ্ট।ধন্যবাদ ভাই।
-
আরজু নাসরিন পনি ১১/১০/২০১৩নারীকে বলি, ভাবো নিজেকে এভাবে- 'নহি দেবী, নহি সামান্যা নারী' ।
তারপরও চরম বাস্তব অনুভুতিটাই তুলে ধরেছেন আপনার লেখায় ।
ভালো লাগলো ।। -
সুবীর কাস্মীর পেরেরা ১১/১০/২০১৩সুনন ভাই খুব ভাল লাগল