অভি ও আমি
সাবাবকে ভুলে যেতে আমার লেগে গেলো অনেকটা সময় যে সম্পর্ক সময় নিয়ে গড়ে উঠেছিলো তা ভুলে যেতে আমার ততটা সময় লেগে গেলো ...আসলে ভোলা কি যায় ?
যাইহোক,সাবাব যখন অন্য কারো সাথে নিজেকে জুড়ে নিলো এক দার্শনিকতা আমাকে পেয়ে বসলো ...রীতিমতো গবেষণার পর্যায়ে পৌঁছুলো এই দার্শনিকতা ...অভি বলা যায় ধুমকেতুর মতো হাজির হোলো আমার জীবনে ...এটি হয়তো পৃথিবীতে এমন কোনো নতুন ঘট্না নয় কিন্তু আমার কাছে একটি বিস্ময়কর ঘটনা ...আমি যখন সাবাবকে মুছে ফেলার চেষ্টা করছি আপ্রাণ ...অভি একদিন বললো আমাকে সময় দেওয়া কি তোমার charity -র অংশ ...আমি কিন্তু অভিকে নিয়ে তেমন কোনো প্লান করিনি ...করার মতো সময়ও নয় সেটা ...একটা emptiness অস্তিত্বকে আচ্ছন্ন করে রেখেছে , আমি একজন নিমজ্জমান মানুষ ...আমি আমার সমস্ত সংকট সবেমাত্র একা একা মোকাবিলা করতে শিখছি...আমি অভির কথায় একটু ধাক্কা খেলামই তো ! হ্যাঁ , অভির দৈনন্দিনে কারণে অকারণে বন্ধু হিসেবে বেশ্ জড়িয়ে গেছি আমি ...অভি তার কোন সমস্যা হোলে অন্য বন্ধুদের চোখ এড়িয়ে আমার কাছে সমাধান -আশ্রয় খুঁজ্তে চায় তাও আমি আজকাল লক্ষ্য করছি ...অভি আমার কিছু করার নেই ...আমি তোমার সহায় হোতে পারবো না ।জানোতো একজীবনে আমার করে অনেক কিছু পাওয়া যায় না ...এই যেমন ধরো আমি আমার প্রিয়-কাংখিত সাবাবকে হারিয়ে শূণ্যতার সাথে ঘর-বসত করছি ...শূণ্যতারও একটা সীমানা আছে সেখানে কেউ প্রবেশ করতে পারে না ...তোমার জন্যে রেখে দিলাম এক শালীন দূরত্ব ...যে দূরত্ব তোমাকে আর একজন সাবাব হয়ে আমার জীবনকে বিষন্নতার কালো মেঘে ঢাকবে না ...অভি তুমি আমার কোনো কথা বুঝতে পারছো না জানি ...তোমার বুঝতে পারার কথা নয় ...তাও আমি জানি ...আমিও তোমার দূর্বলতাগুলোর সুযোগ নিতে চাই না ...এই ভালো একটা চিরকালের দূরত্ব বেছে নেওয়া ...একদিন ঠিকই তুমি বুঝবে এই ই কতো ভালো হোলো তোমার জন্যে ...
যাইহোক,সাবাব যখন অন্য কারো সাথে নিজেকে জুড়ে নিলো এক দার্শনিকতা আমাকে পেয়ে বসলো ...রীতিমতো গবেষণার পর্যায়ে পৌঁছুলো এই দার্শনিকতা ...অভি বলা যায় ধুমকেতুর মতো হাজির হোলো আমার জীবনে ...এটি হয়তো পৃথিবীতে এমন কোনো নতুন ঘট্না নয় কিন্তু আমার কাছে একটি বিস্ময়কর ঘটনা ...আমি যখন সাবাবকে মুছে ফেলার চেষ্টা করছি আপ্রাণ ...অভি একদিন বললো আমাকে সময় দেওয়া কি তোমার charity -র অংশ ...আমি কিন্তু অভিকে নিয়ে তেমন কোনো প্লান করিনি ...করার মতো সময়ও নয় সেটা ...একটা emptiness অস্তিত্বকে আচ্ছন্ন করে রেখেছে , আমি একজন নিমজ্জমান মানুষ ...আমি আমার সমস্ত সংকট সবেমাত্র একা একা মোকাবিলা করতে শিখছি...আমি অভির কথায় একটু ধাক্কা খেলামই তো ! হ্যাঁ , অভির দৈনন্দিনে কারণে অকারণে বন্ধু হিসেবে বেশ্ জড়িয়ে গেছি আমি ...অভি তার কোন সমস্যা হোলে অন্য বন্ধুদের চোখ এড়িয়ে আমার কাছে সমাধান -আশ্রয় খুঁজ্তে চায় তাও আমি আজকাল লক্ষ্য করছি ...অভি আমার কিছু করার নেই ...আমি তোমার সহায় হোতে পারবো না ।জানোতো একজীবনে আমার করে অনেক কিছু পাওয়া যায় না ...এই যেমন ধরো আমি আমার প্রিয়-কাংখিত সাবাবকে হারিয়ে শূণ্যতার সাথে ঘর-বসত করছি ...শূণ্যতারও একটা সীমানা আছে সেখানে কেউ প্রবেশ করতে পারে না ...তোমার জন্যে রেখে দিলাম এক শালীন দূরত্ব ...যে দূরত্ব তোমাকে আর একজন সাবাব হয়ে আমার জীবনকে বিষন্নতার কালো মেঘে ঢাকবে না ...অভি তুমি আমার কোনো কথা বুঝতে পারছো না জানি ...তোমার বুঝতে পারার কথা নয় ...তাও আমি জানি ...আমিও তোমার দূর্বলতাগুলোর সুযোগ নিতে চাই না ...এই ভালো একটা চিরকালের দূরত্ব বেছে নেওয়া ...একদিন ঠিকই তুমি বুঝবে এই ই কতো ভালো হোলো তোমার জন্যে ...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২১/১০/২০১৩
-
সুবীর কাস্মীর পেরেরা ০৫/১০/২০১৩খুব ভাল লাগল
-
Înšigniã Āvî ০৪/১০/২০১৩বাহ.......
-
ইব্রাহীম রাসেল ০৪/১০/২০১৩---ভালো লাগলো---
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৪/১০/২০১৩পৃথিবীতে কেউ কারো বিকল্প হতে পারে না। তাই প্রত্যেকের ভূমিকা একজন মানুষের জীবনে আলাদা। তাই সাবাব এর জায়গা অভি পূরণ করতে পারে না। অত্যন্ত বাস্তবসম্মত গল্প। দারুণ লেগেছে
বুক ফেটে বেরিয়ে আসতে চায়...বলতে ইচ্ছে করে, দেখ কতোটা ভালোবাসা, আন্তরিকতা তোমার জন্যে আমার ভেতরে ...কিন্তু হায়
কথাগুলোর খুব ব্যাখ্যা করা না ...তবুও যেন নিজের করেই মনে হলো ।
শুভেচ্ছা রইল ।
টাইপ নিয়মিত না করলে টাইপং স্পিড বাড়বে কেমন করে ?