কালো গোলাপ ও অন্যান্য
- Suman
একটি স্নিগ্ধ সাদা গোলাপের পাশে দাঁড়িয়ে
আমি কালো গোলাপ্দের নিন্দায় মূখর হয়ে যাই
তাহলে কালো গোলাপেরা কার ইংগিতে ফুটেছে অন্ধকারে ?
কার হাত তাদের ক্ষুধার্ত শরীরে সাপ হয়ে উঠে আসে?
অন্ধকারে একঝলক তাদের মুখচ্ছবি ভেসে উঠে
আবার অন্ধকারে মিলিয়ে যায়...
একটি প্রশ্নবিদ্ধ অন্ধকার আমার পিছু পিছু হাটে ...
বমনেচ্ছার মতো একটি প্রশ্ন
আমার মাথার ভেতর থেকে লাফ দিয়ে নেমে
ক্রমশ মহাকাশের দিকে পাড়ি জমায়-
উত্তরহীন হয়ে জল-কাদামাখা রাস্তায় মুখ থুবড়ে পড়ে ...
একটি স্নিগ্ধ সাদা গোলাপের পাশে দাঁড়িয়ে
আমি কালো গোলাপ্দের নিন্দায় মূখর হয়ে যাই
তাহলে কালো গোলাপেরা কার ইংগিতে ফুটেছে অন্ধকারে ?
কার হাত তাদের ক্ষুধার্ত শরীরে সাপ হয়ে উঠে আসে?
অন্ধকারে একঝলক তাদের মুখচ্ছবি ভেসে উঠে
আবার অন্ধকারে মিলিয়ে যায়...
একটি প্রশ্নবিদ্ধ অন্ধকার আমার পিছু পিছু হাটে ...
বমনেচ্ছার মতো একটি প্রশ্ন
আমার মাথার ভেতর থেকে লাফ দিয়ে নেমে
ক্রমশ মহাকাশের দিকে পাড়ি জমায়-
উত্তরহীন হয়ে জল-কাদামাখা রাস্তায় মুখ থুবড়ে পড়ে ...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০২/১১/২০১৩খুব সুন্দর !
-
আরজু নাসরিন পনি ২৫/১০/২০১৩দারুন !
আপনার এই লেখাটি প্রতিবাদ, ঘৃণা, রাগ, অভিমানে মেশানো মনে হলো ...খুব সুন্দর ।
শুভ সকাল, প্রিয় সুমন ।। -
নির্ঝর রাজু ০১/১০/২০১৩একঝাক প্রশ! কে দিবে উত্তর! এ যে সৃষ্টির আদি থেকেই চিরন্তন বৈষম্য মানুষে মানুষে! প্রথাগত সামাজিক নিয়ম!..যাই হোক অভিন্ধন কবি কে*********** ********নিমন্ত্রন জানালাম নির্ঝরের ব্লগবাড়িতে!
-
আর. এইচ. মামুন ০১/১০/২০১৩দারুন কথা কবি
-
Înšigniã Āvî ০১/১০/২০১৩অনবদ্য....
-
সহিদুল হক ৩০/০৯/২০১৩একশ্রেনীর মানুষ আছে যারা সাদা চামড়ার নারীর প্রশংষা করে,কালোদের নিন্দায় মুখর হয়,অথচ তাদেরই লালসার শিকার হয় কালো মেয়ে।কবিতায় সুন্দর ভাবে এই বক্তব্য তুলে ধরা হয়েছে।