মা
তোমার মতো আমিও যদি মাকে পেতাম কাছাকাছি
গলায় ঝুলে আদর নিতাম, খেতাম বসে পাশাপাশি
তোমার মতো আমার মাও খাইয়ে দিতো যতন করে
প্রতিটা দিন চাঁদের আলো করতো খেলা আমার ঘরে
তোমরা যখন হাসি মুখে নিচ্ছ করে মাকে বরণ
তখন আমি কেঁদে কেঁদে, খুঁজে ফিরি মায়ের চরণ
মাগো তুমি ভালো থেকো সুখে থেকো নাইবা পেলাম একটু আদর
দুঃখ তোমার যাক ঘুচে যাক জড়িয়ে থাকুক সুখের চাদর
গলায় ঝুলে আদর নিতাম, খেতাম বসে পাশাপাশি
তোমার মতো আমার মাও খাইয়ে দিতো যতন করে
প্রতিটা দিন চাঁদের আলো করতো খেলা আমার ঘরে
তোমরা যখন হাসি মুখে নিচ্ছ করে মাকে বরণ
তখন আমি কেঁদে কেঁদে, খুঁজে ফিরি মায়ের চরণ
মাগো তুমি ভালো থেকো সুখে থেকো নাইবা পেলাম একটু আদর
দুঃখ তোমার যাক ঘুচে যাক জড়িয়ে থাকুক সুখের চাদর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রিয় ২৫/০৭/২০১৬আবেগময়ী কবিতা।খুব ভালো।
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ২৩/০২/২০১৫চমৎকার! খুব ভাল লাগল।
শুভ কামনা রইল আপনার জন্য। -
নিহাল নাফিস ১১/০২/২০১৫onek sundor
-
সায়েম খান ২৭/১২/২০১৪কোথায় হারিয়ে গেলেন আপু? অনেকদিন থেকে ব্লগে আসেন না। ফিরে আসুন আপু।
-
আবু সাইফ ১৬/১০/২০১৪মূলত পড়ার জন্য এখানে সদস্য হলাম
-
আবু সাহেদ সরকার ১০/১০/২০১৪দারুন লাগলো কবি বন্ধু। আমার পাতায় আমন্ত্রণ।
-
শিমুল শুভ্র ১৬/০৬/২০১৪বা্হ!!!!! একেই বলে কবিতা
-
সোহেল রানা বীর ১৬/০৫/২০১৪এগিয়ে যাও
-
সফিউল্লাহ আনসারী ১৫/০৫/২০১৪Abar porlam apu...
দারুন লিখেছেন ! -
কবি মোঃ ইকবাল ১২/০৫/২০১৪"সংবাদ" বিভাগে "এডমিন এবং সকাল ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি" নামক একটি ব্লগ লিখেছি।যেখানে "তারুণ্য"কে কীভাবে আরো জমজমাট ও জনপ্রিয় করে তোলা যায় তার জন্য সকল ব্লগারদের মূল্যবান মতামত চাওয়া হয়েছে। উক্ত ব্লগে এডমিন নিজেই আমাদের অর্থাৎ সকল ব্লগারদের মতামত চেয়েছেন।
তাই আশারাখি উক্ত ব্লগটি পড়বেন এবং আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন।
আপনার তথা সকল ব্লগারদের সহযোগিতা একান্ত কাম্য।
ভালো থাকবেন। -
এস,বি, (পিটুল) ১১/০৫/২০১৪ak kothay nice
-
কবি মোঃ ইকবাল ১১/০৫/২০১৪অসাধারণ লিখেছেন কবি।
মা তোমাকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। -
সুলতান মাহমুদ ১১/০৫/২০১৪ভালো লাগল
-
সফিউল্লাহ আনসারী ১১/০৫/২০১৪darun lagloo....
♥♥♥
মা। মাগো
তুমি আমার মা।