আঁদার ঝাঁঝে দাদী এখন পুরাই দিশেহারা
আঁদার নাকি ঝাঁঝ বেড়েছে, চোখ পোড়ানি ঝাঁঝ
কেউ জানো কি আঁদার এখন, বাড়ছে কি কি কাজ?
কাঁচা ছোলায় আঁদাকুচি, ধনেপাতার ডলা
গরম ভাতে আঁদারসে, খেতেন দাদী নলা
আঁদার ঝাঁঝে দাদী এখন, পুরাই দিশেহারা
বলতে পারেন আঁদার ঝাঁঝ, বাড়িয়ে দিলো কারা?
কেউ জানো কি আঁদার এখন, বাড়ছে কি কি কাজ?
কাঁচা ছোলায় আঁদাকুচি, ধনেপাতার ডলা
গরম ভাতে আঁদারসে, খেতেন দাদী নলা
আঁদার ঝাঁঝে দাদী এখন, পুরাই দিশেহারা
বলতে পারেন আঁদার ঝাঁঝ, বাড়িয়ে দিলো কারা?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ১৭/০৫/২০১৪দারুন লিখেছেনতো .......!
-
কবি মোঃ ইকবাল ১০/০৫/২০১৪চমৎকার।
-
রাখাল ২৩/০৪/২০১৪আমরা সব হাদারা
জানিনা ঝাঁঝে ভরা কেনো আদারা
কিছু কী করেছে, ওপারের দাদারা? -
এস,বি, (পিটুল) ২২/০৪/২০১৪কবিতাটি ভালো লাগলো, আমার কবিতার পেজর আমন্ত্রন জানাই।