নেটে বসা এত্ত সোজা না
মা অফিসে যাওয়ার সময় আঙুল খাঁড়া করে আমাদের কতগুলো কথা বলে যান।
তার মাঝে আমার জন্য কমোন একটা কথা আছে। সেটা হলো, `ল্যাপটপ ধরবে না।'
মার কথার সাথে মাথাটা এমনভাবে কাৎ করি, মনে হবে এটা আমিও ধরতে চাই না, বেজায় ক্ষতিকর!
মা চলে যাওয়ার পর ল্যাপটপ নিয়ে বসার জন্য ছটফট করতে থাকি।
কিন্তু ঠোঁটকাটা কাজের মেয়েটা! তারজন্য পারি না। মা ঘরে ঢুকতে দেরি; তার ঠোটঁলাগাতে দেরি হয় না।
মা তখন রেগে আগুন হয়ে অনেক কথা বলেন। কী কথা বলেন, তা এখানে লিখতে চাইছি না। শরমের কথা!
আমি একটা বুদ্ধি আবিষ্কার করে ফেলেছি। কাজের মেয়েটাকে বশ মানানোর বুদ্ধি।
তার নানা ঢঙ্গের কয়েকটা ছবি তুলে ল্যাপটপে সেভ করে রাখলাম। এখন সে ল্যাপটপে তার নিজের ছবি দেখার জন্য আমাকে বারবার অনুরোধ করে। আমি দাম দেখাই!
আমি বলি, `নারে মা শুনলে বকা দিবে।' সে বলে, `হুনবে আবার ক্যামনে, আমি কইলে এ্যাসে।'
কি মজা!! ল্যাপটপটা নিয়ে তাকে ছবি দেখাই ১ মিনিট আর আমি...
তার মাঝে আমার জন্য কমোন একটা কথা আছে। সেটা হলো, `ল্যাপটপ ধরবে না।'
মার কথার সাথে মাথাটা এমনভাবে কাৎ করি, মনে হবে এটা আমিও ধরতে চাই না, বেজায় ক্ষতিকর!
মা চলে যাওয়ার পর ল্যাপটপ নিয়ে বসার জন্য ছটফট করতে থাকি।
কিন্তু ঠোঁটকাটা কাজের মেয়েটা! তারজন্য পারি না। মা ঘরে ঢুকতে দেরি; তার ঠোটঁলাগাতে দেরি হয় না।
মা তখন রেগে আগুন হয়ে অনেক কথা বলেন। কী কথা বলেন, তা এখানে লিখতে চাইছি না। শরমের কথা!
আমি একটা বুদ্ধি আবিষ্কার করে ফেলেছি। কাজের মেয়েটাকে বশ মানানোর বুদ্ধি।
তার নানা ঢঙ্গের কয়েকটা ছবি তুলে ল্যাপটপে সেভ করে রাখলাম। এখন সে ল্যাপটপে তার নিজের ছবি দেখার জন্য আমাকে বারবার অনুরোধ করে। আমি দাম দেখাই!
আমি বলি, `নারে মা শুনলে বকা দিবে।' সে বলে, `হুনবে আবার ক্যামনে, আমি কইলে এ্যাসে।'
কি মজা!! ল্যাপটপটা নিয়ে তাকে ছবি দেখাই ১ মিনিট আর আমি...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরিতোষ ভৌমিক ২ ০৯/০৩/২০১৯বেশ তো।
-
হাসান কাবীর ০৬/০৩/২০১৫মা রা যা বলেন সন্তানের ভালোর জন্যই বলেন।
মা বাবার সাথে চালাকি করতে নেই। -
সুদীপ্তবিশ্বাস ০৯/১২/২০১৪সুন্দর
-
আবু সঈদ আহমেদ ০৯/০৭/২০১৪দারণ তো...
-
কবি মোঃ ইকবাল ০৬/০৫/২০১৪অসম্ভব সুন্দর।
-
পল্লব ২৩/০৪/২০১৪হা হা হা... বেশ ভাল বুদ্ধি তো আপনার...
অল্প পরিসরে সুন্দরভাবে মজার এক অভিজ্ঞতা ফুঁটিয়ে তুলেছেন এখানে... সেরা অভিজ্ঞতার পুরস্কার পাওয়ার অভিনন্দন রইলো আপনাকে... -
রেজাউর রাতুল ২৩/০৪/২০১৪খুবই ভালো বুদ্ধি । একেই বলে নাকের উপর মুলা ঝুলিয়ে, গাধা দিয়ে কাজ করানো ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৮/০৩/২০১৪সত্যিই দারুণ!!
-
সহিদুল হক ০৮/০৩/২০১৪বেশ মজার অভিজ্ঞতা। ভাল লাগলো।