ছড়ার বই তো চলে না
বইমেলাতে শুনতে পেলাম, `ছড়ার বই তো চলে না'
পাঠক কেনো কিপটে এতো, হাতটা একটু খোলে না
ছড়া কিনতে গিয়ে পাঠক, কিনে ফেলে গল্প
ছড়াকারের কষ্ট তখন, আর থাকে না অল্প
একশ ছড়ার পাণ্ডুলিপি, কোলে নিয়ে বসা
ভাবছি বসে ছড়াগুলোর, কি যে হবে দশা
ছড়াগুলো হাসি-খুশির, করে না তারা টিক্স
কেউ নেবে না বই ছাপানোর, এত বড়ো রিস্ক
পাঠক কেনো কিপটে এতো, হাতটা একটু খোলে না
ছড়া কিনতে গিয়ে পাঠক, কিনে ফেলে গল্প
ছড়াকারের কষ্ট তখন, আর থাকে না অল্প
একশ ছড়ার পাণ্ডুলিপি, কোলে নিয়ে বসা
ভাবছি বসে ছড়াগুলোর, কি যে হবে দশা
ছড়াগুলো হাসি-খুশির, করে না তারা টিক্স
কেউ নেবে না বই ছাপানোর, এত বড়ো রিস্ক
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিত্য ০৫/০২/২০১৪বই প্রকাশের জন্য অনেক অভিনন্দন! সুযোগ পেলে অবশ্যই আপনার ভুতের গল্পের বইটি কিনবো।
-
রেজাউর রাতুল ০৫/০২/২০১৪আমিও রিস্ক নিয়া এখন পর্যন্ত বই মেলায় যাইতে পারলাম না ! আপনার লেখা অনেক ভালো হইছে ।
-
আরাফাত মুন্না ২৪/০১/২০১৪হুমম। ছড়ার পাঠক বাড়ানো দরকার।
-
রাখাল ২২/০১/২০১৪আজ না প্রকাশ করুক, না পড়ুক তোমার ছড়াই বই
সামনে প্রকাশক, পাঠক সবাই খুঁজবে সুমাইয়ার ছড়া আছে কই!